নীলফামারীর ডোমার উপজেলায় সেবা ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স’র উদ্বোধনী ক্লাসের মধ্য দিয়ে যাত্রা শুরু করা হয়েছে আজ শনিবার(১জুন)উপজেলা শহরের বনোওয়ারী মোড়ে প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হয়।
সেবা ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স’র চেয়ারম্যান ডা. আইনুল হকের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. রায়হান বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় গাইনি বিশেষজ্ঞ ডা. ফারজানা আফরিন, কলেজের অধ্যক্ষ আযমগীর হোসেন, নীলফামারী জেলা পাবলিক হেল্থ নার্স সুমাইয়া খানম, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিনিয়র স্টাফ নার্স শিল্পী আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটিতে ২০২৩-২৪ শিক্ষা বর্ষে ৩০জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
ডোমারে ৩৭ পরিবার অবরুদ্ধ, মানবেতর জীবন যাপন
নীলফামারী ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নে একটি পরিবারের ৩৭ বছরের বসবাসরত বসতভিটা প্রভাবশালী মহলের জবরদখল করার অভিযোগ উঠেছে। ভিটার অংশ হারিয়ে পরিবারটি দীর্ঘদিন থেকে অবরুদ্ধ হয়ে মানবতার জীবনযাপন করছে। এ ব্যাপারে…