৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (৩য় ধাপ) উপলক্ষ্যে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬শে মে) সকালে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলাপ্রশাসক কাজী নাহিদ রসুল। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় জেলাপ্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, আমাদের সকলকে নির্বাচন কমিশনের আইন মানতে হবে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। তিনি উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণকে নির্বাচনি আইন মেনে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মুখ্য আলোচকের বক্তৃতায় গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মো: আব্দুল মোত্তালিব বলেন, প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে নির্বাচনি আইন মেনে সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলাম্যাজিস্ট্রেট মো: মশিউর রহমান প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৯শে মে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা-সহ দেশের ১১১টি উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।