শিশু, কিশোর-কিশোরী ও নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রামে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২শে মে) ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের উদ্যোগে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কামারপাড়ায় এই কমিউনিটি সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলী।
প্রধান অতিথির বক্তৃতায় গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক বলেন, শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়ন ব্যতীত দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু ও কিশোর-কিশোরীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করতে হবে। শিশু ও কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা ও কর্মসংস্থান ছাড়া নারীর প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব নয়। সরকারের নানামুখী উদ্যোগের ফলে নারীশিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। তিনি নারীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণের উপর গুরত্বারোপ করেন।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ-সহ শতাধিক শিশু, কিশোর-কিশোরী ও নারী উপস্থিত ছিলেন।