প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া দুই দিনের সফরে ৪ঠা মে (শনিবার) সকালে রংপুর বিভাগে আসছেন। সফরসূচি অনুযায়ী ৪ঠা মে সকাল সাড়ে ১১ টায় মুখ্য সচিব দিনাজপুর জেলার পার্বতীপুরে কেন্দ্রীয় লোকোমোটিভ ওয়ার্কশপ পরিদর্শন করবেন। দুপুর সাড়ে ১২ টায় তিনি নীলফামারী জেলার সৈয়দপুর রেল কারখানা পরিদর্শন করবেন। এরপর বিকাল সাড়ে ৩ টায় তিনি রংপুর বিভাগীয় কমিশনার কর্তৃক নির্ধারিত স্থানীয় কর্মসূচিতে যোগদান করবেন। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করবেন।
৫ই মে (রবিবার) সকাল ১০ টায় মুখ্য সচিব রংপুর বিভাগীয় সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করবেন। এরপর তিনি সর্বজনীন পেনশন সংক্রান্ত বিভাগীয় কর্মশালায় অংশগ্রহণ করবেন। ওই দিন বিকালে তিনি ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব মোঃ সায়েদুল আরেফিন স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।