২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিএসসি-ইন-নার্সিং, ডিপ্লোমা-ইন-নার্সিং এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা-ইন-মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা ৪ঠা মে (শনিবার) রংপুর মহানগরীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১০ টা হতে সকাল ১১ টা পর্যন্ত চলবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৩রা মে বিকাল ৩ টা হতে ৪ঠা মে সকাল ১১ টা পর্যন্ত পরীক্ষাকেন্দ্রের আশপাশের ফটোকপির দোকান বন্ধ থাকবে। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রের দুইশত গজের মধ্যে ৪ঠা মে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ, মিছিল-মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।
উল্লেখ্য, এই ভর্তি পরীক্ষা রংপুর মেডিক্যাল কলেজ, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রংপুর প্রাইম মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত হবে।