নীলফামারীর ডোমার উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এসময় প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন, ছয় হাজার টাকা ও ৩০ কেজি চাল দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্ত্বে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আব্দুল মাবুত ছাড়াও উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি জোড়াবাড়ি, বোড়াগাড়ি, পাঙ্গামটুকপুর, ভোগডাবুড়ি, সোনারায় ও ডোমার সদর ইউনিয়নে অগ্নিকান্ডে ওই ২০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
শানের কণ্ঠে ‘শ্যাম কালিয়া’
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই গায়ক একই সঙ্গে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত। সম্প্রতি নতুন বছর উপলক্ষে আধুনিক লোকসঙ্গীত গানের ভিডিও নিয়ে শ্রোতাদের…