ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা জলঢাকায় অনুমতি ছাড়াই সরকারি পুকুরের বাঁধ খনন, ভ্যাকু গাড়ি জব্দ,

নীলফামারীর জলঢাকায় প্রশাসনিক অনুমতি ছাড়াই ১নং খাস খতিয়ানভুক্ত সরকারি পুকুর নাটাই বিলের প্রকৃতি ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার অপরাধে মাটি খনন কাজে ব্যবহৃত একটি “ভ্যাকু গাড়ি” জব্দ করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। জব্দের সময় নাটাই বিল সাব-ইজারা নেয়া মতিউর রহমান ও তার লোকজন প্রশাসনের কর্তাদের বিভিন্নভাবে গালমন্দ এবং হুমকি প্রদান করেন। তবে এ কাজের সাথে জরিত নাটাই বিল ইজারা নেওয়া পশ্চিম খুটামারা(খামাতপাড়া) মৎস্যজীবী সমবায় সমিতির কাউকে আটক করতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ দিন অতিবাহিত হলেও প্রকৃত অপরাধীরা ধরা ছোয়ার বাহিরে আছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম এর আদেশে খুটামারা ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরকারি নাটাই বিলে এ অভিযান পরিচালনা করেন। খুটামারা ইউনিয়ন ভূমি কর্মকর্তা রেজাউল হক বলেন, “এসিল্যান্ড স্যারের নির্দেশে আমি এখানে এসেছি। আমাকে যে মোশানটা দেখাইল, কালো করি লোকটা। কঠিন ব্যাপার। লোকটা আমাকে বলতেছে, আমি ইউএনও’র ভাই। আমি ইউএনও’র সাথে কথা বলবো। আমি এসিল্যান্ডের সাথে কথা বলবো না। স্যার অফিস থেকে একজনকে পাঠিয়েছে, ওনি এখানে আসা মাত্র তাকে ভ্যাকু গাড়িটি বুঝে দিয়ে চলে যাবো”। কালো লোকটার বিষয়ে জানা যায়, সাব-লিজ নেয়া মতিউর রহমানের লোক টেকনিশিয়ান, বাড়ি নওগা জেলায়।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ভেকুটি উদ্ধারের জন্য বিভিন্ন মহলের চলছে নানান তদবির। এছাড়াও ভ্যাকুটি জব্দের পর নামে মাত্র একটি মৎস্য জীবী সমিতির সদস্যরা নাটাই বিলের বাঁধ সংস্কারের জন্য অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম বলেন, অনুমতি না নিয়ে খুটামারা ইউনিয়নের সরকারী নাটাই বিলের কাজ ভ্যাকু দিয়ে করতে ছিল ইজারা নেয়া সমিতির লোকজন। তারাই মুলত কাজ করার জন্য ভ্যাকু লাগিয়েছে। তারা সরকারি কোন নিয়ম মানেনি। তাই ভ্যাকু গাড়ি আটক করে জব্দ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ভ্যাকু গাড়ির জন্য কোন লোক আমার কাছে আসেনি। ভ্যাকু গাড়ির লোকজন আসলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার চেষ্টা থাকবে। আর কেউ যোগাযোগ না করলে নিলামের অর্ডার দেওয়া হবে। তিনি আরও বলেন, সরকারী পুকুর সংস্কারের জন্য কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হয়। এরপর সংস্কারের প্রয়োজন মনে হলে সরকার অনুমতি দিয়ে পুকুর সংস্কার করে দেয়। কিন্তু সরকারি পুকুরের প্রকৃতি নষ্ট বা সরকারি সম্পদ নষ্ট করা একধরনের অপরাধ। যারা এটা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ভ্যাকু জব্দ করা হয়েছে।

  • Related Posts

    বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে রেস্তোরাঁ মালিকদের মানববন্ধন

    বর্ধিত ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ এস ডি প্রত্যাহারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায়…

    Continue reading
    ঈশান আর্ক এশিয়া স্পোটর্স খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে

    স্থপতি নটরডেমিয়ান ও বিকেএসপির প্রশিক্ষণ প্রাপ্ত ক্রিকেটার মো: শাহরীন আলম শাহ্ ঈশান আর্ক এশিয়া স্পোটর্স শ্রীলঙ্কা-২০২৫ (ভারত,পাকিস্থান,বাংলাদেশ,শ্রীলঙ্কা) খেলতে আগামী ১৭ জানুয়ারি শ্রীলঙ্কার যাচ্ছে। ইনষ্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) ক্রিকেট স্কোয়াডে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মুক্ত মতামত

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    ‘রাজাকার’ ইস্যু বানিয়ে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি

    প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    নিয়োগ পরীক্ষায় পাস না করেও কি কোটা ব্যবস্থায় চাকরি পাওয়া যায়?

    কোটা পুনর্বহালে স্থিতাবস্থা মানে কি?

    প্রধানমন্ত্রীর সফরে পাঁচ মূলনীতির উন্নয়ন করতে চায় চীন

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি