দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নবীপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আশফাকুর রহমান সরকারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ।আজ ৩১ জানুয়ারি বুধবার বেলা ১১টায় নবীপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী।
নবীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব মো. মিজানুর রহমান মানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. মাহতাবউদ্দীন সরকার, প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক মোরশেদ উল আলম, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আবু সাঈদ, প্রধান শিক্ষক হেলালউদ্দীন সরকার, প্রধান শিক্ষক সোহরাব হোসেন, সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আশফাকুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সহকারি শিক্ষক মোকছেদুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।