ব্যাংকারদের সংগঠন ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে দিনাজপুরের খানসামা উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ১৯ জানুয়ারি শুক্রবার দুপুরে খানসামা সোনালী ব্যাংক পিএলসি শাখার আয়োজনে এবং ব্যাংকার্স ক্লাব রংপুরের সহযোগিতায় উপজেলার ভেড়ভেড়ী ইউপির খামার বিষ্ণুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ২৫০ জন হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার নির্বাহী পরিচালক ও রংপুর ব্যাংকার্স ক্লাবের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। এসময় রংপুর সোনালী ব্যাংক পিএলসির জিএম মো. রশিদুল ইসলাম, খানসামা সোনালী ব্যাংক পিএলসি শাখার ব্যবস্থাপক আবু নায়েম মীর শরীফ আহসানসহ অত্র শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
চিরিরবন্দরে ধর্ষণ মামলার আসামী কালুর আদালতে আত্নসমর্পণ
কাঞ্চন সরকার, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ ও মামলা ধামাচাপা দিতে মা-মেয়ে ও ছেলেকে ঘরের মধ্যে প্রেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার আসামী উপেন চন্দ্র পাল…