নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। এ উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক। বক্তৃতা দেন সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ, সদস্য খোকারাম রায়, প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলু, মাসুদ সরকার, ইউনিট কর্মকর্তা ফজলুল করিম প্রমুখ।
এর আগে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ের সামনে জাতীয় ও রেড ক্রিসেন্ট সোসাইটির পতাকা উত্তোলন ও পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
চিলাহাটিতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
নীলফামারী জেলার চিলাহাটিতে দুই দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে প্রশিক্ষণে সমাপনী বক্তব্য রাখেন- ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওসমান গনি শিশির। সেলফ হেলপ এ্যান্ড…