জেলা প্রশাসন ও সনাক- এর যৌথ আয়োজনে নীলফামারীতে  আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস: ২০২৩ আগামীকাল অনুষ্ঠিত হবে

জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), নীলফামারী’র যৌথ আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ২৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. দিনব্যাপী নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তথ্যমেলার আয়োজন করা হয়েছে। ঐ দিন সকাল ১০:০০ ঘটিকায় তথ্যমেলার শুভ উদ্বোধন করবেন নীলফামারী-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান নূর। নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব পঙ্কজ ঘোষ এর সভাপতিত্বে উদ্বোধনী পরবর্তী আলোচনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জানিয়েছেন পুলিশ সুপার মো. গোলাম সবুর, পিপিএম-সেবা, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মমতাজুল হক, সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমূখ। মেলায় সরকারি-বেসরকারি  ৪৫টি স্টলে সাধারণ মানুষকে বিনামূল্যে তথ্য ও পরামর্শ বিষয়ে সেবা প্রদান এবং সনাক ও ইয়েস গ্রুপের স্টলে হাতে-কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ করা শেখানো হবে।

মেলার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে নির্বাচিত সরকারি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে নাগরিকদের সাথে মতবিনিময় তথা গণশুনানি অনুষ্ঠিত হবে দুপুর ১২:০০ ঘটিকায়। জেলার পাসপোর্ট, বিআরটিএ, স্বাস্থ্য, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, সদর উপজেলা ভূমি অফিস ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত দপ্তর প্রধানগণ গণশুনাণিতে সেবাগ্রহীতাদের মুখোমুখি হবেন। এছাড়া, ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক, তথ্য অধিকার বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকছে মেলার আয়োজনে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব পঙ্কজ ঘোষ।

প্রসঙ্গত: তথ্যের অবাধ প্রবাহ, এর সহজপ্রাপ্যতা এবং তথ্য প্রদানে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান বাধ্য থাকবেন, এমন অনুকুল পরিবেশের প্রত্যাশায় গণমাধ্যমকর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থা ও সুশীল সমাজের দাবির প্রেক্ষিতে ২০০৯ খৃষ্টাব্দের মার্চে তথ্য অধিকার আইন মহান জাতীয় সংসদে পাশ হয় এবং একই বছর জুলাই থেকে কার্যকর হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গোপনীয়তার সংস্কৃতি পরিহার করে স্ব-প্রণোদিত হয়ে তথ্য প্রকাশে আগ্রহী হবে এবং ব্যাপক প্রচারের মাধ্যমে এ আইন প্রয়োগে নাগরিকদের উদ্বুদ্ধ করে তুলতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনাল বাংলাদেশ (টিআইবি)- এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), নীলফামারী স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রতিবছর এ তথ্যমেলাসহ নানাবিধ কার্যক্রম আয়োজনের চেষ্টা করে থাকে।

উল্লেখ্য, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হবে।  বাংলাদেশে এ বছরই পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ২৮ সেপ্টেম্বর হওয়ায় এবং পরবর্তী ০২(দুই) দিন সাপ্তাহিক সরকারী ছুটি থাকায় ২৭ সেপ্টেম্বর বুধবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ পালনের সিদ্ধান্ত গ্রহণ করে তথ্য কমিশন।

  • Related Posts

    নতুন বছরে সোনার দামে রেকর্ড

    নতুন বছর শুরুর পর প্রথমবারের মতো দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম বাড়ানোর…

    Continue reading
    বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ

    ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তন করে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। আর প্রজাতন্ত্রের পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ করার প্রস্তাবও করেছে কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মুক্ত মতামত

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    ‘রাজাকার’ ইস্যু বানিয়ে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি

    প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    নিয়োগ পরীক্ষায় পাস না করেও কি কোটা ব্যবস্থায় চাকরি পাওয়া যায়?

    কোটা পুনর্বহালে স্থিতাবস্থা মানে কি?

    প্রধানমন্ত্রীর সফরে পাঁচ মূলনীতির উন্নয়ন করতে চায় চীন

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি