নীলফামারীতে দুইদিন ব্যাপী ভাষ্কর্য প্রদর্শনীর আজ শেষ দিন

৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১’র মুক্তিযুদ্ধ এই থিম নিয়ে নীলফামারীতে শুরু হয়েছে দুইদিন ব্যাপী আখতার আহমেদ রাশা’র একক ভাস্কর্য প্রদর্শনী। স্থানীয় শিল্পকলা অডিটোরিয়ামে এর আয়োজন করেছে ‘নীলফামারী সাধারণ গ্রন্থাগার’।
গতকাল রবিবার(১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এসময় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, এটি একটি ব্যতিক্রমী আয়োজন। বিশেষ করে নীলফামারীবাসীর জন্য বিশেষ গুরুত্ববহন করে। শিল্পি রাশা যে দৃষ্টান্ত রেখে গেলেন তা এই এলাকার মানুষদের জন্য বিশেষ বার্তা বহন করবে।
নীলফামারী সাধারণ গ্রন্থগারের সহ-সভাপতি মজিবুল হাসান চৌধুরীর শাহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত উপ-সচিব আমিনুল ইসলাম, নীলফামারী সরকারী কলেজের উপাধ্যক্ষ মাহবুব উর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সম্মিলিত সাংস্কতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল, ভাষ্কর্য শিল্পি আখতার আহমেদ রাশা ও তার পত্নী মেরিস্টেলা শ্যামলী আহমেদ বক্তব্য দেন।
প্রদর্শনী দেখতে আসা নীলফামারী সরকারি কলেজের শিক্ষার্থী আশরাফিয়া আফরোজ বলেন, এমন প্রদর্শনী আমরা আগে কখন নীলফামারীতে দেখিনি। শুধু প্রদর্শনীতে নয়, এই চর্চাটি নীলফামারীর তরুণ-তরুণীদের মাঝে ছড়ানো যায় তাহলে এই শিল্পকর্ম কখন বিলুপ্ত হবে না। শিল্পী আখতার আহমেদ রাশা স্যার নীলফামারীর সন্তান। আমরা মনে করি তার হাত ধরে নীলফামারীর যুব সমাজ এই শিল্পের দিকে ধাবিত হবে।
শিল্পি আখতার আহমেদ রাশা বলেন, আমার জন্মস্থান নীলফামারীতে। এ কারণে প্রদর্শণীর নামকরণ করা হয়েছে ‘আপন ঠিকানায়’। এরআগে ঢাকা ছাড়াও আমেরিকায় একক ভাস্কর্য প্রদর্শিত হয়। তিনি বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধকালীন বিদেশি বন্ধু, বাংলার লোক সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য ছাড়াও নীলফামারীর কৃতি সন্তানদের শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।
উল্লেখ যে, রবিবার ও সোমবার (১৭ ও ১৮ সেপ্টেম্বর) সকাল এগারটা থেকে রাত আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শণী।

  • Related Posts

    নতুন বছরে সোনার দামে রেকর্ড

    নতুন বছর শুরুর পর প্রথমবারের মতো দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম বাড়ানোর…

    Continue reading
    বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ

    ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তন করে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। আর প্রজাতন্ত্রের পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ করার প্রস্তাবও করেছে কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মুক্ত মতামত

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    ‘রাজাকার’ ইস্যু বানিয়ে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি

    প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    নিয়োগ পরীক্ষায় পাস না করেও কি কোটা ব্যবস্থায় চাকরি পাওয়া যায়?

    কোটা পুনর্বহালে স্থিতাবস্থা মানে কি?

    প্রধানমন্ত্রীর সফরে পাঁচ মূলনীতির উন্নয়ন করতে চায় চীন

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি