নীলফামারীতে জেলা পর্যায়ে ৫০তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনীতে বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়ারদের হাতে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়েছে। উপজেলা হতে চ্যাম্পিয়ন হয়ে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বালক-বালিকা দলের চূড়ান্ত বাছাই পর্বের সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে এ পুরষ্কার তুলে দেওয়া হয়। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিনোদা রানী। এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রামানিক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার, কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম নুরুল আমিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। সমাপনী দিনে বিকালে বর্ণিল সাজে মাঠে বালিকা ফুটবল খেলায় ডোমার বালিকা উচ্চ বিদ্যালয় ও নীলফামারী ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ এর মধ্যকার খেলায় ট্রাইবেকারে ডোমারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি। পরে বালক দলের ফুটবল খেলায় জলঢাকা উপজেলার মীরগঞ্জহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়কে ০২-০১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি অর্জন করেন নীলফামারী ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ। জেলা শিক্ষা অফিসার মো: হাফিজুর রহমান সমাপনীতে বলেন জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন দল রংপুর অঞ্চলের খেলায় অংশ নিবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন প্রতিটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পাশা পাশি বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ গ্রহন করাতে হবে। পড়ালেখার পাশা পাশি খেলাধুলায় মনোনিবেশ থাকলে অনেকে খেলা ধুলাকরে দেশের ও নিজের সুনাম অর্জন করতে পারবে।
শানের কণ্ঠে ‘শ্যাম কালিয়া’
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই গায়ক একই সঙ্গে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত। সম্প্রতি নতুন বছর উপলক্ষে আধুনিক লোকসঙ্গীত গানের ভিডিও নিয়ে শ্রোতাদের…