নীলফামারীর ডোমার উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৭ আগষ্ট) সকাল সাড়ে এগারোটা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে অর্ধদিনের ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন-নবী, ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, ডোমার মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবু ফাত্তাহ্ কামাল পাখি প্রমুখ।
সভায় সর্বজনীন পেনশন স্কিমের বিষয়ে সার্বিক দিক তুলে ধরেন সোনালী ব্যাংক, ডোমার শাখার ব্যবস্থাপক পঙ্কজ কান্তি রায়।
এসময় জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাস স্কিম, বেসরকারি চাকুরী জীবীদের জন্য প্রগতি স্কিম, স্ব-কর্ম ও অপ্রাতিষ্ঠানিক কর্মীদের জন্য সুরক্ষা স্কিম এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য সমতা স্কিমসহ এ চারটি সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে। এই স্কিমের মধ্যে সর্বনি¤œ দশ বছর এবং সর্বোচ্চ ৪২ বছর পর্যন্ত এই স্কিমের মাসিক চাঁদা প্রদান করতে হবে। ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোন বাংলাদেশী নাগরিক এই স্কিমের আওতায় আসবে।
৫ আগষ্টের আগে লাগতো এক টাকা এখন লাগে ১০ টাকা
‘থানায় টাকা ছাড়া কাজ হয় না। ৫ আগষ্টের আগে কাজ করতে লাগতো এক টাকা নতুন স্বাধীনতার পর এখন তা বেড়ে লাগে ১০ টাকা টাকা।’ এমন অভিযোগ করেছেন ডোমারের সিনিয়র সাংবাদিক…