নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রংপুর দিনাজপুর তিস্তা সেচ ক্যানেল হতে রংপুর সদরের গঙ্গাচড়া সদরের ভিন্নজৎত পর্যন্ত ১২ হাজার ৫শ মিটার বাইপাস সড়ক চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন থেকে সংস্কার না করার ফলে সড়কটির শতাধিক অংশে খোয়া ও কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে ওই সড়কটি দিয়ে চলাচল করা হাজার হাজার যাত্রী ও বাস,ট্রাক অটোচালকসহ পথচারীগন চরম দুর্ভোগের স্বিকার হচ্ছে।
উপজেলা প্রকৌশল দপ্তর সুত্রে জানা গেছে, নীলফামারী রংপুর আঞ্চলিক মহাসড়কের পাশ্ব দিয়ে কিশোরগঞ্জ উপজেলার রংপুর দিনাজপুর তিস্তা সেচ ক্যালেন হতে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা সদরের ভিন্নজগৎ পর্যন্ত ১২ হাজার ৫ শ মিটার বাইপাচ সড়ক রয়েছে। সড়কটি দিয়ে খুব সহজেই কিশোরগঞ্জ উপজেলার মানুষজন রংপুর শহরে যাতায়াত করে থাকে। ইদানিং রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন নীলফামারী ও পঞ্চগড় জেলার সাধারন যাত্রীদের কথা চিন্তা করে সরাসরি রংপুর থেকে ভিন্নজগৎ হয়ে কিশোরগঞ্জ উপজেলা দিয়ে নীলফামারী জেলা শহর হতে পঞ্চগড় পর্যন্ত বাস সার্ভিস চালু করে। কিন্তু বর্তমানে সড়কটির যা অবস্থা তাতে করে গাড়ি ঘোড়াতো দুরের কথা অটো রিকসা ভ্যান চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। যদি দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা না হয় তাহলে রংপুর পঞ্চগড় বাস সার্ভিস সেবা বন্ধ হয়ে যেতে পারে।
কিশোরগঞ্জ উপজেলার মাইক্রো চালক রুবেল মিয়া জানান, সড়কটি দিয়ে রোগীসহ সাধারন যাত্রী নিয়ে চলাচল করতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগতো। বর্তমানে সড়কটির বেহাল দশার কারনে ১২ কিলোমিটার সড়ক পাড় হতে ৪০ মিনিট সময় লাগে।
বাস চালক আনারুল মিয়া বলেন, রংপুর থেকে পঞ্চগড় যেতে তিনঘন্টা সময় লাাগার কথা সেখানে ওই সড়কটিতে কমপক্ষে ৩০ মিনিট সময় বেশি লাগে।
উপজেলা প্রকৌশলী মাহামুদুল হাসান বলেন, দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ার কারনে সড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের জন্য আরটিআই প্রকল্প -২ থেকে বরাদ্দ চেয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ আসলে কিশোরগঞ্জ উপজেলার অংশে রংপুর দিনাজপুর তিস্তা সেচ ক্যানেল হতে ভিন্নজগৎ পর্যন্ত ১২ হাজার ৫শ মিটার সড়ক সংস্কার করা হবে।
নীলফামারীতে আগাম আলু তোলা শুরু, মাঠেই বিক্রি ৯০ টাকা কেজি
উত্তরের জেলা নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু তোলা শুরু করেছেন কৃষকরা। আলু উৎপাদন করে ভাগ্য বদলের পাশাপাশি দেশের অর্থনীতে ভূমিকা রাখছেন তারা। এবার আলুর দাম ভালো পেয়ে খুশি কৃষকরা। মাঠেই নতুন…