নীলফামারীতে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রামের আয়োজনে বাল্য বিয়ে রোধে কাজীদের ভুমিকা শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার।
আয়োজক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রামের সিনিয়র ব্যবস্থাপক লোটাস চিসিমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন নীলফামারী সদর থানার পরিদর্শক (অপারেশন্স) পলাশ চন্দ্র মন্ডল ও সংস্থার প্রোগ্রাম অফিসার মৈত্রি ¯œাল প্রমুখ।
সিনিয়র ব্যবস্থাপক লোটাস চিসিম বলেন, একমাত্র কাজীরাই পারেন বাল্য বিয়ে রোধে গুরুত্ব ভুমিকা রাখতে। বিয়ে নিবন্ধনের সময় ছেলে মেয়ের বয়স যাচাই বাচাই করে নিবন্ধন করলে শতভাগবাল্য বিয়ে প্রতিরোধ করা সম্ভব হবে। এছাড়াও বাল্য বিয়ের কুফল গুলো উভয় পক্ষকে (অবিভাবকদের) বুঝাতে সক্ষম হলে এই বিয়ে হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার বলেন, বাল্য বিয়ে রোধে কাজীদের গুরুত্বপুর্ণ ভুমিকা রয়েছে। এক্ষেত্রে কাজীগণ যথাযথ ভুমিকা পালন করলে বাল্য বিয়ের ব্যাপারে সরে আসবেন অবিভাবকগন।
নীলফামারীতে কোরবানির জন্য প্রস্তুত ২ লাখ ৭৬ হাজার ২০১টি পশু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীতে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ২ লাখ ৭৬ হাজার ২০১টি পশু। গরু পালনকারী ও খামারিদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন খামারিদের কাছে আসছেন পশু ব্যবসায়ীরা। তবে…