সারাদেশে ন্যায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দরে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। গতকাল ১৫ আগস্ট মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সকল সরকারি দপ্তর, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল ইসলাম এবং অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও দুপুর সাড়ে ১২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে ৩ জনকে ঋনের চেক বিতরণ করা হয়।
অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহার সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম সরকার, সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন সরকার গোলাপ, ইউপি চেয়ারম্যান নুর এ কামাল, মহিলা বিষয়ক সম্পাদিকা ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, মহিলা লীগের সভানেত্রী তরুবালা রায় প্রমূখ।