নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্তস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক র্অপন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা ও পুরস্কার বিতরনী সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার ভুমি সানজিদা বেগম, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, সাধারন সম্পাদ মশিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধাগন, আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। এদিকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আবুল কালাম বারী পাইলটের নেতৃত্বে একটি শোক র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে যুবলীগ কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
নীলফামারীতে আগাম আলু তোলা শুরু, মাঠেই বিক্রি ৯০ টাকা কেজি
উত্তরের জেলা নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু তোলা শুরু করেছেন কৃষকরা। আলু উৎপাদন করে ভাগ্য বদলের পাশাপাশি দেশের অর্থনীতে ভূমিকা রাখছেন তারা। এবার আলুর দাম ভালো পেয়ে খুশি কৃষকরা। মাঠেই নতুন…