অস্ট্রেলিয়ায় মাহফুজ আহমেদে মুগ্ধ শাবনূর

সর্বশেষ ১৩ আগস্ট সন্ধ্যায় অভিনেত্রী সিডনির একটি মাল্টিপ্লেক্সে দেখেন চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা ‘প্রহেলিকা’। যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারই বেশ ক’টি ছবির নায়ক মাহফুজ আহমেদ। পুরনো নায়ককে পর্দায় নতুন আবহে দেখে দারুণ মুগ্ধ শাবনূর। শুধু কি ছবি? সিনেমা দেখে বের হওয়ার পর সরাসরি দেখা হয়ে যায় মাহফুজ আহমেদের সঙ্গেও।
জমে ওঠে দুজনার গল্প। মাহফুজ আহমেদকে অভিনন্দন জানিয়ে শাবনূর বলেন, ‘ডিফরেন্ট একটা ছবি। মাহফুজ তো কামাল করে দিলে। তোমার চরিত্র আর গেটআপ অসাধারণ ছিলো। সবাই ভালো করেছে। তোমাকে তো অসাধারণ লেগেছে। সবসময় এমন অসাধারণ ছবি উপহার দিবে, সেটাই আশা করি।’
শাবনূর জানান, প্রায়শই তিনি সিনেমা দেখতে আসেন ছেলে আইজানকে নিয়ে। তবে এই ছবিটি দেখতে এসে তার অভিজ্ঞতা হলো বেশ আলাদা। তার ভাষায়, ‘আমি আজ (১৩ আগস্ট) এসে তো অবাক। কারণ, এখানে (অস্ট্রেলিয়া) জন্ম নেয়া ছেলে-মেয়েরাও দেখলাম ছবিটি দেখতে এসেছে। যেটা সাধারণত দেখি না আমি। এগুলো দেখলে সত্যিই আমার ভালো লাগে।’
নায়িকা আরও জানান, ছবিটি দেখার জন্য কয়েকদিন ধরে টিকিট পাচ্ছিলেন না। আজ (১৩ আগস্ট) একটি টিকিট পেয়েছেন। ফলে এক চেয়ারে বসেই মা-ছেলে ছবিটি দেখেছেন। শাবনূরের ভাষায়, ‘আমি আসলে টিকিটটি মিস করতে চাইনি। কারণ পাচ্ছিলাম না। তাই আমি আর আইজান এক চেয়ার শেয়ার করে ছবিটি দেখেছি।’
শাবনূরের এমন একচেটিয়া আলাপ থামাতে কথা বলেন পাশে দাঁড়ানো বিমুগ্ধ মাহফুজ আহমেদ। তিনি বলেন, ‘আগেও দর্শক হিসেবে পর্দার দিকে তাকিয়ে থাকতাম আর মুগ্ধ হয়ে শাবনূরকে দেখতাম। এখনও শাবনূর বলেই যাচ্ছে আর আমি মুগ্ধ হয়ে শুনছি। শাবনূর আসলে আমাদের ইন্ডাস্ট্রির অ্যাকটিং মানদণ্ড তৈরি করে দিয়েছে। এখনও যে মেয়েরা সিনেমায় আসছে তারা তোমাকে ফলো করে। এটাই হলো তোমার বড় অর্জন।’
যেহেতু পর্দায় দুজনে ‘বাঙলা’, ‘কপাল’, ‘চার সতীনের ঘর’সহ বেশ ক’টি সিনেমায় জুটি বাঁধার সুযোগ হয়েছে, সেই জায়গা থেকে শাবনূরের প্রতি মাহফুজ আহমেদের আবেদন ছিলো ‘কামব্যাক’ করার। এমন প্রস্তাব খানিকটা উড়িয়ে দিলেন শাবনূর। তিনি বললেন, ‘আমি এই কামব্যাক শব্দটাই পছন্দ করি না। আমাদের ব্যাক করার কি আছে। আমরা তো ইন্ডাস্ট্রির সঙ্গেই আছি। পালিয়ে যাইনি কিন্তু। ভালো গল্প বা পছন্দের চরিত্র পেলে অবশ্যই কাজ করবো। বলা যেতে পারে, আমরা পছন্দের কাজের অপেক্ষায় আছি।’
শেষে ‘প্রহেলিকা’ ছবির নির্মাতা চয়নিকা চৌধুরী ও নায়িকা শবনম বুবলীর প্রশংসাও করেন শাবনূর।
বলা দরকার, গত ঈদে মুক্তি পাওয়া আলোচিত তিন ছবির একটি ‘প্রহেলিকা’। এতে মাহফুজ আহমেদ ও বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ। রঙ্গন মিউজিকের ব্যানারে এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

  • Related Posts

    সৈয়দপুর উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলন

    বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার উনবিংশ শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) বিকেল তিনটায় স্থানীয় রেলওয়ে মুর্তজা মিলনায়তনে ওই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ…

    Continue reading
    বছরের প্রথমদিনে আসছে বাংলায় ডাবিং হওয়া নতুন তুর্কি নাটক

    বাংলাদেশের দর্শকের কাছে তুরস্কের নাটক-সিরিজগুলোর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ‌‘সুলতান সুলেমান’ দিয়ে যার শুরুটা হয়েছিল বেশ কয়েক বছর আগে। এরপর নানা প্রেক্ষাপটের গল্পে নির্মিত বেশ কিছু সিরিজ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মুক্ত মতামত

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    ‘রাজাকার’ ইস্যু বানিয়ে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি

    প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    নিয়োগ পরীক্ষায় পাস না করেও কি কোটা ব্যবস্থায় চাকরি পাওয়া যায়?

    কোটা পুনর্বহালে স্থিতাবস্থা মানে কি?

    প্রধানমন্ত্রীর সফরে পাঁচ মূলনীতির উন্নয়ন করতে চায় চীন

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি