ডেঙ্গু চিকুনগুনিয়াসহ অন্যান্য রোগের প্রার্দুভাব রোধে জেলা পুলিশ বিশেষ ‘ক্লিনিং সাটারডে’ কর্মসুচি পালন করেছে। কর্মসুচির আওতায় গতকাল শনিবার পুলিশের প্রতিটি দফতরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসুচি চালানো হয়। সকালে নীলফামারী পুলিশ লাইন্সে এর উদ্বোধন করেন পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম-সেবা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম বলেন, বর্ষা মৌসুম ঘিরে ডেঙ্গু রোগের প্রার্দুভাব দেখা দিচ্ছে। সচেতনতামূলক কর্মসুচির অংশ হিসেবে আমরা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছি যাতে কোথাও ডেঙ্গুর লার্ভা না জন্মে। প্রতি শনিবার এই কর্মসুচি পালন করা হবে।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…