নীলফামারীর ডোমার কৃষি ফার্ম এলাকায় আন্তর্জাতিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করেন ডোমার আন্তর্জাতিক কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি।
শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুলের সভাপতিত্বে ও দৈনিক আনন্দ বাজার পত্রিকার সম্পাদক মুফতি আহমেদ’র সঞ্চালনায় সভায় মতামত ব্যক্ত করেন, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা মফিজুল ইসলাম,পেট্রো বাংলার সাবেক মহাব্যবস্থাপক প্রকৌশলী একেএম খালেদুল ইসলাম বাবুল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রাক্তন প্রধান শিক্ষক গোরাচাঁদ অধিকারী,প্রধান শিক্ষক রবিউল আলম,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক করিমুল ইসলাম,ডোমার প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী,ডোমার ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সুফি শামসুদ্দিন হোসাইনী প্রমূখ।
এছাড়াও স্থানীয় সুশিল সমাজের ব্যক্তিবর্গ,শিক্ষক,সাংবাদিক,জনপ্রতিনিধিগণ বক্তব্য দেন।
বক্তরা বলেন,দেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারীর ডোমার কৃষি নির্ভর অঞ্চল। এই অঞ্চলে আন্তর্জাতিক কৃষি বিশ^বিদ্যালয় স্থাপন করা হলে উপকৃত হবে এলাকার সর্বসাধারন। এই এলাকার শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবে। পাশ^বর্তী দেশ ভারত,নেপাল ও ভূটান খুব কাছাকাছি হওয়ায়, উল্লেখিত দেশগুলো হতে কৃষি নিয়ে পড়তে শিক্ষার্থীরা আগ্রহ দেখাবে।
৫ আগষ্টের আগে লাগতো এক টাকা এখন লাগে ১০ টাকা
‘থানায় টাকা ছাড়া কাজ হয় না। ৫ আগষ্টের আগে কাজ করতে লাগতো এক টাকা নতুন স্বাধীনতার পর এখন তা বেড়ে লাগে ১০ টাকা টাকা।’ এমন অভিযোগ করেছেন ডোমারের সিনিয়র সাংবাদিক…