নীলফামারীর ডোমারে চোরাইকৃত পণ্য বিক্রয়কালে ৪জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় দুটি বাই সাইকেল,একটি টিউবওয়েল ও ঢেউটিন উদ্ধার করা হয়।
বৃহষ্পতিবার(১০আগস্ট) রাত্রিবেলা এসআই শাকিল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও চোরাইকৃত পণ্য উদ্ধার করেন। গ্রেফতারকৃতরা ডোমার পৌরসভার ছোট রাউতা গোডাউন পাড়ার মনোয়ার হোসেনের(সোনা ড্রাইভার) ছেলে মশিউর রহমান মুন(২৫),মৃত মোবারক হোসেনের ছেলে গোলাম শানু(৩৫), মোজাফ্ফর হোসেনের ছেলে রশিদুল ইসলাম টেউরি(৩০) ও ছোট রাউতা দাশপাড়ার ভুট্টু দাশের ছেলে বাটকুরু দাশ।
থানা সূত্রে জানা যায়,গোপনে চোরাইকৃত পণ্য বিক্রয়ের সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত ব্যক্তিদের গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। ওইদিনেই তাদের বিরুদ্ধে ডোমার থানায় একটি মামলা দায়ের করা হয়।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধীক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
৫ আগষ্টের আগে লাগতো এক টাকা এখন লাগে ১০ টাকা
‘থানায় টাকা ছাড়া কাজ হয় না। ৫ আগষ্টের আগে কাজ করতে লাগতো এক টাকা নতুন স্বাধীনতার পর এখন তা বেড়ে লাগে ১০ টাকা টাকা।’ এমন অভিযোগ করেছেন ডোমারের সিনিয়র সাংবাদিক…