বুধবার , ৯ আগস্ট ২০২৩ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ৯, ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ

মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ও ১৯ মামলার পলাতক আসামী শফিকুল ইসলাম ওরফে লাঙ্গল (৩৫) অবশেষে গ্রেপ্তার হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর সে নিজবাড়িতে ফিরে এলে গোপন সংবাদে মঙ্গলবার(৮ আগষ্ট) রাতে জেলা সদরের কিছামত দোগাছি গ্রাম হতে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে।
সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ায় বুধবার(৯ আগস্ট) নিশ্চিত করেন জানান, উক্ত আসামীর বিরুদ্ধে সদর থানায় ১৯টি মাদক মামলা রয়েছে। এ ছাড়া ২০১৮ সালের একটি মাদক মামলায় নীলফামারীর আদালত চলতি বছরের ৩০ মে সাত বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জড়িমানা অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তারের সময় তার কাছে আরও ৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ব্যাপারেও তার বিরুদ্ধে আরেকটি মামলা মামলা দায়ের করা হয়।

সর্বশেষ - রংপুর বিভাগ

আপনার জন্য নির্বাচিত