বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ নীলফামারী জেলা শাখার আয়োজনে ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা রবিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দপুর সড়কে অবস্থিত প্রবীণ হিতৈষী সংঘ কার্যালয়ে চিকিৎসা সেবা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার হাসিবুর রহমান।
প্রবীণ হিতৈষী সংঘের নীলফামারী জেলা শাখার সভাপতি প্রফেসর মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সদস্য অধ্যক্ষ প্রহলাল্লাদ চন্দ্র দাস, সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান বসুনিয়া প্রমূখ।
প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আমিনুর রহমান জানান, এখন থেকে প্রতি শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রবীণদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হবে। এতে চিকিৎসা সেবা প্রদান করবেন সরকারী দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক।
উদ্বোধনী দিবসে অর্ধশত প্রবীণদের বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান ও চিকিৎসা পত্র দেয়া হয়।