বনজ – ফলজ – ঔষধী রোপন করবো কয়েক কোটি দেশের বায়ু দেশের মাঠি করবো মোরা খাঁটি এই স্লোগান করে জলবায়ুর ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। গাছ আমাদের পরম বন্ধু। গাছ থেকে আমরা অক্সিজেন পাই এবং কার্বনডাই অক্সাইড ছাড়তে সাহায্য করে।এ ছাড়াও
গাছ থেকে আমরা ফলমূল আহরণ করি,পুষ্টির চাহিদা পূরণ করি, আসবাবপত্র তৈরি এবং তা বিত্রুি করে সংসারের আয় করি।আসুন ফলজ ও ওষুধি গাছ রোপণ করি।
২৭ জুলাই দুপুরে গ্রামীণ ব্যাক নাউতারা ডিমলা শাখা নীলফামারী আয়োজনে, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ডক্টর এ কে এম সাইফুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন এর উদ্যোগে ২০০৩ সালে দেশব্যাপী গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে ২০ কোটি ফলজ বরজও ঔষধি গাছের চারা লাগানোর উদ্যোগ গ্রহন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে গ্রামীণ ব্যাংক নীলফামারী যোনের যোনাল ম্যানাজার শম্ভু চরণ প্রামাণিক ৬১ শাখার মাধ্যমে ৬১ লক্ষ চারা গাছ লাগানোর উদ্যোগ গ্রহন করেন। গ্রামীণ ব্যাংক হাতীবান্ধা এরিয়ার ১২ টি শাখামাধে ১২ লক্ষ চারা গাছ রোপনের উদ্যোগ হিসেবে ২৭ জুলাই দুপুরে গ্রামীণ ব্যাংক নাউতারা ডিমলা শাখা কেন্দ্র প্রধান বৈঠক শেষে সদস্যদের মাঝে এ চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মো: জাকির হোসেন, শাখা ব্যবস্থাপক মোঃ আহসান হাবীব প্রমূখ।