দিনাজপুরের চিরিরবন্দরে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে কাঁকড়া নদীর রাবারড্যামে নেমে সাজ্জাদ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ২৫ জুলাই মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের কাঁকড়া নদীর রাবারড্যামে ঘটেছে। নিহত সাজ্জাদ হোসেন উপজেলার ঈসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ির হরিহরপুর গ্রামের কাঠুরিয়া পাড়ার জিয়াবুল ইসলামের ছেলে এবং হরিহরপুর উচ্চ বিদ্যালয়ের দশমশ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাজ্জাদ হোসেনসহ কয়েকজন বন্ধু মিলে কাঁকড়া নদীর রাবারড্যামে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে গোসলের একপর্যায়ে সে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। এসময় তার অন্যান্য সঙ্গীদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টাব্যাপি নদীর পানিতে খোঁজাখুজি করে সাজ্জাদ হোসেনের মরদেহ উদ্ধার করে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।