নীলফামারীর ডোমারে জাতীয় পাবলিক সার্ভিস দিবস/২০২৩ পালিত হয়েছে।
দিবসটি পালনে রোববার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হন।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস ছামাদ, বন্দরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহামায়া দেববর্মা, শিক্ষক জাবেদুল ইসলাম সানবিম প্রমূখ।