নীলফামারী জলঢাকায় মাদক স¤্রাট মো. লেলিন ইসলাম (৩৫) নামের এক মাদকসহ সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। লেলিন উপজেলার চওড়াডাঙ্গি (দুন্দিবাড়ী) গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে। জলঢাকার থানার ওসি মো. মুত্তারুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
আজ শনিবার (১৫ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানা পুলিশ অভিযান চালিয়ে দুন্দিবাড়ী ক্যানেলের মোড় থেকে তাকে হাতে নাতে গ্রেফতার কর হয়।
জলঢাকার থানার ওসি বলেন, মাদক স¤্রাট লেলিনের বিরুদ্ধে ২১ টি মাদক ও চুরি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি বলেন, ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) মো. মইনুল ইসলাম মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন সাজা ৩৬ এর ২১ (গ) ধারায় ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বিকালে তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শানের কণ্ঠে ‘শ্যাম কালিয়া’
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই গায়ক একই সঙ্গে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত। সম্প্রতি নতুন বছর উপলক্ষে আধুনিক লোকসঙ্গীত গানের ভিডিও নিয়ে শ্রোতাদের…