নীলফামারী জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশ সুপারের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে এই সভা শুরু হয়। এরপর কমিউনিটি পুলিশিং ফোরামের মৃত সদস্য রুপালী বেগমের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
গত শনিবার (২৪ জুন) পুলিশ সুপারের সন্মেলন কক্ষে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী এসএম শফিকুল আলম ডাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন কুন্ডু। সভায় কমিউনিটি পুলিশিং ফোরামের নতুন কমিটি ঘোষণা করেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আমিরুল ইসলাম পিপিএম।