নীলফামারী সদরের নতিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় ও নব গঠিত এভহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩) জানুয়ারি দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রতিষ্ঠাত প্রধান শিক্ষক মোতাহার হোসেন এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বর্তমান ও সাবেক শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি ১৯৯৩ ইং সালে নীলফামারী সদর উপজেলার চওড়া ইউনিয়নের কীর্তনিয়া পাড়ার নতিবাড়ী মাঠ প্রাঙ্গনে অবস্থিত হয়ে ৭-৮ বছর বিনা বেতনে চাকরী করে এ এলাকায় শিক্ষার আলো ছড়িয়েছেন।
পরবর্তীতে সকল নিয়ম মেনে ২০০১ ইং সালে এমপিওভুক্ত হয়। বিদায়ী প্রধান শিক্ষক চোখে ছল ছল পানি নিয়ে বিদ্যালয়ের স্মৃতি চারন করে সকলের কাছে ভূল ত্রুটি ক্ষমা এবং দোয়া কামনা করেন। অনুষ্ঠানে দাতা সদস্য শমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এভহক কমিটির সভাপতি ওবায়দুর রহমান, পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার রায় বাদল, চওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের বিটু, রামগঞ্জ দ্বী-মুখি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, এমডিআর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সহ সকল শিক্ষক ও কর্মচারী।