নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও অঙ্গ দল সমূহ শহিদ প্রেডিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালন করেছে। এ দিবস উপলক্ষে, ১৯ (জানুয়ারি) রবিবার সকালে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সন্ধ্যায় দলীয় কার্কালয়ে দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সৈয়দপুর রানৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি এ্যাড. এস.এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সাংগঠনিক সম্পাদক-২ এম.এ পারভেজ লিটন, জিয়াউল হক জিয়া, আবু সরকার , নিক্কি কুমার আগরওয়ালসহ বিএনপির অঙ্গ ও সহযোগি দলসমূহের নেতৃবৃন্দ। পরে দোয়া পরিচালনা করেন ওলামা দলের সহ-সভাপতি মাওলানা আবুবক্কর সিদ্দিক।