“স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট” শ্লোগানে পশুরহাটে ডিজিটাল লেনদেন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (১২জুন) সকালে ইসলামী ব্যাংক নীলফামারী শাখার উদ্যোগে ব্যাংক চত্বরে ইসলামী ব্যাংক রংপুর জোন প্রধান আবুল লাইছ মোহাম্মদ খালেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিএম হাবিবুর রাহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী চেম্বার অব কর্মাসের সভাপতি প্রকৌশলী এস এম সফিকুল আলম (ডাবলু) ও জেলা প্রাণী সম্পদ অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা ডাঃ রাশেদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন, নীলফামারী সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রাজ্জাক, খোকশাবাড়ী ডেইরী ফার্মের মালিক আব্বাস আলী প্রমূখ।
শানের কণ্ঠে ‘শ্যাম কালিয়া’
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই গায়ক একই সঙ্গে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত। সম্প্রতি নতুন বছর উপলক্ষে আধুনিক লোকসঙ্গীত গানের ভিডিও নিয়ে শ্রোতাদের…