উত্তরের জনপথ নীলফামারীর সৈয়দপুরে তাপমাত্রা প্রায় প্রতিদিনই কমতে শুরু করেছে। এ এলাকার তাপমাত্রা আরও কমবে ও চলতি মাসে কয়েকটি শৈত্য প্রবাহ রয়েছে। এমন আভাস দিয়েছেন সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম । বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বেলা ১২ টা থেকে একটু রোদের ঝিলিক দেখা গেলেও বিকাল ৪টার পড়ে কুয়াশা আর হীমেল হাওয়া শুরু হয়েছে।
এ পিরিস্থিতিতে দিনে ও রাতে কুয়াশায় ঢাকা পড়ছে জনপদ। তাপমাত্রা কমে যাওয়ায় শহরে দোকানগুলোর পাশে কাঠ ও কাগজ জ্বালীয় আগুনের উষ্ণতা নিচ্ছে মানুষজন। প্রতিদিনই এ অঞ্চলে শীতের তীব্রতা বাড়ায় কাহিল হয়ে পড়েছে বয়স্ক ও শিশুরা। কাজে যেতে পারছেন না দিন মজুররা। তীব্র শীত ও কুয়াশার কারণে রাতে ও দিনের প্রথম প্রহর লোকজন ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী জানান, ইতোমধ্যে এ উপজেলায় ৩ হাজার ২শ’ কম্বল বিতরণ করা হয়েছে এবং ১০ হাজার কম্বলের চাহিদাপত্র পাঠানো হয়েছে। কয়েকদিন ধরে তীব্র শীতে এই জনপদের মানুষ কষ্ট পাচ্ছেন। শীতার্ত মানুষের পাশে বিত্তবান ও বেসরকারি সংস্থাগুলোকে দাঁড়ানোর আহ্বান জানান।
৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ সৈয়দপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা সমাপ্ত হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসন আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি…