নীলফামারীর সৈয়দপুরে গৃহবধূ হত্যা মামলায় পলাতক আসামী স্বমী জাহাঙ্গীর হোসেন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত (২৭ ডিসেম্বর) শুক্রবার গাজীপুর জেলার টঙ্গীর পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে সৈয়দপুর থানা পুলিশের একটি দল। আজ ২৮ (ডিসেম্বর) শনিবার বিকেল ৪টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেছে বলে জানান।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের নয়াবাজার এলাকায় তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূ শবনম (২৬) এর লাশ উদ্ধার করেন সৈয়দপুর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে উল্লেখিত স্থান থেকে আসামীকে গ্রেফতার করে নীলফামারী জেলা কারাগরে প্রেরণ করা হয়।
ওই নিহত গৃহবধূর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর পীরপাড়ার মৃত আব্দুর রহমানের মেয়ে ও শহরের ফুচকা ব্যবসায়ী জাহাঙ্গীরের দ্বিতীয় স্ত্রী। তার এক বছর বয়সী একটি কন্যা সন্তান আছে।
৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ সৈয়দপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা সমাপ্ত হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসন আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি…