ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে সদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পঞ্চগড় জেলার সদর থানাধীন ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৫৪/এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বর্মতল নামক স্থান দিয়ে ১৬ অক্টোবর ২০২৪ তারিখ ১৮৪০ ঘটিকায় বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে আগমনের সংবাদ প্রাপ্তির পর অধীনস্থ ঘাগড়া বিওপির একটি চৌকষ আভিযানিক দল কর্তৃক মানবপাচারকারী মোঃ ইউসুফ আলী, পিতা-মৃত সুমারী, গ্রাম-বর্মতল, ডাকঘর-হারিভাসা, থানা ও জেলা-পঞ্চগড় এর বাড়িতে অভিযান পরিচালনা করে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কেরানীগঞ্জ গ্রামের মৃত হালিম বেপারি এর ছেলে মোঃ শান্ত ইসলাম (২৪) কে হাতে-নাতে আটক করে। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে দুইজন দালালের মাধ্যমে সে মানবপাচারকারী মোঃ ইউসুফ আলী এর বাড়ীতে এসেছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, মানব পাচারকারী মোঃ ইউসুফ আলী এর সাথে আরও ৫/৬ জন মানব পাচারকারী সিন্ডিকেট সদস্য তাকে পাচারের কাজে সম্পৃক্ত রয়েছে।
আটককৃত ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্যক্তিগত ০৩ টি মোবাইল ফোনসহ পঞ্চগড় জেলার সদর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, এএসসি বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত।