নীলফামারীতে স্বল্প খরচে পতিত জমিতে আদা চাষে বাড়তি আয়ের মুখ দেখছেন বলে জানান কৃষকেরা। বেশী লাভ হওয়ায় জেলার সব উপজেলায় কম-বেশী বস্তায় আদা চাষের আগ্রহ বাড়ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার কৃষকদের মাঝে বাড়তি আয়ের জন্য বাণিজ্যিকভাবে বাড়ছে বস্তায় আদা চাষে আগ্রহ। বস্তায় আদা চাষের খরচ অনেক কম। এবার জেলায় ৩ লাখ ৩২ হাজার ৭৭৫ বস্তায় আদা চাষ হচ্ছে। মসলা এবং ভেষজ ওষুধ হিসেবে আদা ব্যবহার হওয়ায় এর দামও বেশ চড়া। তাই পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি বাণিজ্যিক ভাবে বাড়তি লাভের আশায় বস্তায় আদা চাষ করছেন কৃষকেরা।
নীলফামারী সদর উপজেলায় ১ লাখ ৫ হাজার, ডোমার ৬৫ হাজার বস্তা, ডিমলা ৬০ হাজার, কিশোরগঞ্জ ৫৮ হাজার ৪০০ বস্তা, জলঢাকা ২৬ হাজার ও সৈয়দপুর উপজেলায় ১৮ হাজার ১৫০ বস্তা পতিত জমিতে আদা চাষ করা হয়েছে। আদা চাষের পরিধি আরো বাড়বে বলে জানিয়েছে সংম্লিষ্ট কৃষি বিভাগ।
সদরের নেন্দেশুপাড়ার কৃষক মনোরঞ্জন রায় বলেন, বাড়ির পাশে পতিত জমিতে ৩০০ বস্তায় আদা চাষ করেছি,সাথে কলা চাষ করেছি। বস্তায় আদা চাষে খরচ অনেক কম। আদার চাহিদা বেশী ও বাজারে অনেক দাম হওয়ায় এবার আমার অনেক লাভ হবে। সব খরচ বাদ দিয়ে আমার প্রায় দুই লক্ষ টাকা লাভের আশা করছি।
কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা বাবুল হোসেন সঙ্গে কথা হলে তিনি জানান, বাড়ীর পাশে পরিত্যাক্ত জায়গায় ২০০ বস্তায় আদা চাষ করছি। কৃষি অফিসের সার্বিক পরামর্শে নিয়মিত আদা গাছ পরিচর্যা করছি।এবার আমার অনেক টাকা লাভ হবে।
ডোমারের আদা চাষী রহিম মিয়া বলেন, অনলাইনে বস্তায় আদা চাষের পদ্ধতি দেখে তিনি তার পুকুর পাড়ের চারপাশে ২ হাজার ৫’শ বস্তাায় আদা চাষ করেছেন। ইতিমধ্যে তিনি উপজেলা কৃষি অফিস হতে প্রশিক্ষণ নিয়েছেন।
নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.এসএম আবু বকর সাইফুল ইসলাম আমাদের সময়কে বলেন, জেলায় ৩ লাখ ৩২ হাজার ৭৭৫ বস্তাায় আদা চাষ হয়েছে। জেলার সবগুলো উপজেলায় বর্তমানে কম-বেশী বস্তায় আদা চাষ হচ্ছে। বস্তায় আদা চাষে কম খরচ হওয়ায় কৃষকেরা অনেক লাভবান হচ্ছে। তাদেরকে আমরা সার্বিক সব সহযোগিতা করছি।
আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
নীলফামারীর ডিমলায় ডিমলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার রাতে আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর ট্রফি উন্মোচন ও উদ্বোধন করেন ডিমলা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও আরাফাত…