নীলফামারীতে বুড়ি তিস্তা নদীর অবৈধ দখলদারদের হামলায় আহত হয়েছে পানি উন্নয়ন বোর্ডের চার কর্মকর্তা-কর্মচারী। এঘটনায় বুধবার (৯ অক্টোবর) দুপুরে ডিমলা থানায় অভিযোগ দায়ের করেছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের অভিযোগ, জেলার ডিমলা উপজেলায় বুড়িতিস্তা নদীর জলাধার পুনখনন কাজের বিষয়ে স্থানীয় জনগণের সঙ্গে মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কেয়ার বাজার নামক স্থানে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বাংলদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক মো. ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। ওই সভায় নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ আমন্ত্রিত অতিথি ছিলেন। আলোচনার এক পর্যায়ে এলাকার ৪০ থেকে ৫০ জন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। হামলায় পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জুলফিকার রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. ইবনে সাঈদ, গাড়ি চালক মো. আবু তালেব ও স্লুইচ গেট অপারেটর মো. মাহমুদ হাসান গুরুতর আহত হন। ভাঙচুর করে পাউবোর গাড়ি। হামলাকারীরা সকলে বুড়ি তিস্তা নদীর অবৈধ দখলদার। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ডিমলা থানা পুলিশ।
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন, বুড়িতিস্তা নদীর জলাধার খনন কাজের বিষয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সেখানে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই সভায় পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক মো. ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। সভা চলাকালে আমাদের কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলা চালিয়ে আহত করে। হামলাকারীরা সকলে বুড়ি তিস্তা নদীর অবৈধ দখলদার। এ ঘটনায় বুধবার দুপুরে পানি উন্নয়ন বোর্ড কালিগঞ্জ শাখার উপ-সহকারী প্রকৌশলী মো. ইবনে সাঈদ ডিমলা থানায় লিখিত অভিযোগ করেছেন।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ড কালিগঞ্জ শাখার উপ-সহকারী প্রকৌশলী মো. ইবনে সাঈদ জানান, নামীয় ৩৬জনসহ অজ্ঞাত ১৫০জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। ইতোপূর্বের ঘটনায় তাদের বিরুদ্ধে জলঢাকা থানায় একটি, ডিমলা থানায় পাঁচটি এবং আদালতে তিনটিসহ মোট ৯টি মামলা চলমান আছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, মঙ্গলবার সকালে আমাকে মুঠোফোনে ওই স্থানে আলোচনা সভার কথা জানানো হয়। নিরাপত্তার জন্য পুলিশ পাঠানোর অনুরোধ করা হলে আমি টহল পুলিশকে দ্বায়িত্ব দেই। পরে জানতে পারি সভা শেষে পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক চলে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাতে কয়েকজন আহত হন। ঘটনার সময় পানি উন্নয়ন বোর্ডের গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। তিনি মামলার বিষয়ে বলেন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষে অভিযোগ পেয়েছি। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।
উল্লেখ যে, ২০২২ সালের ১৭ ডিসেম্বর নীলফামারীর ডিমলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কালিগঞ্জের কুঠিরডাঙ্গা বুড়ি তিস্তা সেচ প্রকল্পের রিজার্ভার বা জলাধার খনন কাজে সীমানা নির্ধারণকে কেন্দ্র করে এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এরপর ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারী পুনরায় সীমানা নির্ধারণের জন্য পাউবো গেলে আবারও এলাকাবাসীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
ডিমলায় রাতের আধারে জমি দখল-নিরুপায় স্কুল শিক্ষিকা
নীলফামারীর ডিমলায় রাতের আধারে এক স্কুল শিক্ষিকার জমি দখলের অভিযোগ উঠেছে। জমি দখল করে সেখানে তাৎক্ষনিক খড়ের ঝুপড়ি নির্মাণ ও কিছু সুপাড়ি ও কলা গাছ রোপন করে দখলদাররা। ঘটনাটি ঘটেছে…