সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম—এই প্রতিপাদ্যে রংপুরে বাংলাদেশ স্কাউটস দিবস, ২০২৫ উদ্যাপিত হয়েছে।
মঙ্গলবার (৮ই এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ স্কাউটস, রংপুর জেলার উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা স্কাউট কমিশনার মোঃ মাহবুবার রহমান।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় জেলা স্কাউট কমিশনার বলেন, বাংলাদেশ স্কাউটস দিবস উদ্যাপনের মাধ্যমে কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটেরা স্কাউট আইন ও প্রতিজ্ঞার যথাযথ অনুসরণে উদ্বুদ্ধ হবে। বাংলাদেশ স্কাউটসের ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে নিজে জানবে এবং অন্যকে স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করবে।
স্কাউট আন্দোলনের উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, স্কাউট ছেলে-মেয়েদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক, আধ্যাত্মিক ও মানসিক দিকগুলোর বিকাশে অবদান রাখে, স্কাউটে অংশগ্রহণকারীরা দায়িত্বশীল নাগরিক, জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসাবে জীবনযাপন করতে পারে। স্কাউটিং পদ্ধতি ও স্কাউট আন্দোলনের লক্ষ্য হলো কিশোর-কিশোরীদের বিশ্বাসী, সৎ, চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা।
আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্কাউটস-এর সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন, রংপুর জেলা স্কাউট সম্পাদক মোঃ আব্দুর রহিম প্রমুখ। সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউট ও ইউনিট লিডারবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে আলোচনাসভার পূর্বে রংপুর জেলা স্কাউট ভবন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।