দৈনিক নীলফামারী বার্তা

Category: রংপুর

  • রংপুরে বাংলাদেশ স্কাউটস দিবস উদ্‌যাপিত

    রংপুরে বাংলাদেশ স্কাউটস দিবস উদ্‌যাপিত

    সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম—এই প্রতিপাদ্যে রংপুরে বাংলাদেশ স্কাউটস দিবস, ২০২৫ উদ্‌যাপিত হয়েছে।

    মঙ্গলবার (৮ই এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ স্কাউটস, রংপুর জেলার উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা স্কাউট কমিশনার মোঃ মাহবুবার রহমান।

    অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় জেলা স্কাউট কমিশনার বলেন, বাংলাদেশ স্কাউটস দিবস উদ্‌যাপনের মাধ্যমে কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটেরা স্কাউট আইন ও প্রতিজ্ঞার যথাযথ অনুসরণে উদ্বুদ্ধ হবে। বাংলাদেশ স্কাউটসের ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে নিজে জানবে এবং অন্যকে স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করবে।

    স্কাউট আন্দোলনের উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, স্কাউট ছেলে-মেয়েদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক, আধ্যাত্মিক ও মানসিক দিকগুলোর বিকাশে অবদান রাখে, স্কাউটে অংশগ্রহণকারীরা দায়িত্বশীল নাগরিক, জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসাবে জীবনযাপন করতে পারে। স্কাউটিং পদ্ধতি ও স্কাউট আন্দোলনের লক্ষ্য হলো কিশোর-কিশোরীদের বিশ্বাসী, সৎ, চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা।

    আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্কাউটস-এর সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন, রংপুর জেলা স্কাউট সম্পাদক মোঃ আব্দুর রহিম প্রমুখ। সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউট ও ইউনিট লিডারবৃন্দ উপস্থিত ছিলেন।

    দিবসটি উপলক্ষ্যে আলোচনাসভার পূর্বে রংপুর জেলা স্কাউট ভবন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।

  • বিচার বিভাগের সংস্কার ছাড়া উন্নয়ন স্থায়ী হবে না: প্রধান বিচারপতি

    বিচার বিভাগের সংস্কার ছাড়া উন্নয়ন স্থায়ী হবে না: প্রধান বিচারপতি

    বিচার বিভাগের সংস্কার ছাড়া উন্নয়ন স্থায়ী হবে না। বিচার বিভাগের সংস্কার কথাটা এখন সংস্কারের প্রতিশব্দ হয়ে গিয়েছে।

    সোমবার (৭ এপ্রিল) দুপুরে দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজের হলরুমে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে ১০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়।

    প্রধান বিচারপতি আরও বলেন, আমি দায়িত্বভার গ্রহণের পর বিচার বিভাগের অবকাঠামোগত ও সাংবিধানিক সংস্কারের প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেছিলাম। সেই সংস্কার প্রস্তাবনার মধ্যে যতগুলো উদ্দেশ্য ছিল সেগুলোর সিংহভাগ পূরণ হয়েছে। তবে আরও অনেক পথ অতিক্রম করতে হবে। এর মধ্যে কিছুটা দুর্গম পথও রয়েছে।

    অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা, দিনাজপুরের সিনিয়র ও দায়রা জজ আলমগীর কবির, জেলাপ্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মারুফাত হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন।

  • রংপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উদ্‌যাপিত

    রংপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উদ্‌যাপিত

    ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’—এই প্রতিপাদ্যে রংপুরে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস, ২০২৫’ উদ্‌যাপিত হয়েছে। সোমবার (৭ই এপ্রিল) সকালে রংপুর পুরাতন সদর হাসপাতালের কনফারেন্স রুমে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ হারুন-অর-রশীদ। রংপুর সিভিল সার্জন অফিস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করে।

    সভার শুরুতে ওয়াল্ড হেল্থ অর্গানাইজেশনের রংপুর প্রতিনিধি ডা. মাহবুবুর রহমান দিবসটি উপলক্ষ্যে আলোকচিত্র প্রদর্শন করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিচালক বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি মানুষের স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনগণের মধ্যে স্বাস্থ্য বিষয়ক বার্তা পৌঁছানোর একটি বড়ো সুযোগ। রোগ প্রতিকার করার চেয়ে রোধ প্রতিরোধ করাই উত্তম। এজন্য জনসচেতনার কোনো বিকল্প নেই। নিরাপদ জন্ম প্রসঙ্গে তিনি বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যতের ভিত্তি হলো নিরাপদ জন্ম। যদি একটি শিশুর জন্ম নিরাপদ হয়, তাহলে জন্ম পরবর্তী প্রতিবন্ধকতা দূর করে শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব। এজন্য নিরাপদ জন্ম নিশ্চিতে সরকার ও বিভিন্ন এনজিও একত্রে কাজ করছে। এখনো অনেক মানুষ আছেন, যারা সচেতন হতে আগ্রহী নয়, তাদের জন্য আমাদের এনজিওগুলোর একটি বিশেষ গ্রুপ কাজ করে যাচ্ছে। এই গ্রুপটি নির্দিষ্ট অঞ্চলে গিয়ে জনসচেতনতা তৈরি করছে এবং স্বাস্থ্যকর্মীরাও মাঠ পর্যায়ে কাজ করছে। তিনি সংশ্লিষ্ট সকলকে সম্মিলিত উদ্যোগে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে একত্রে কাজ করার আহ্বান জানান।

    আলোচনাসভার পূর্বে দিবসটি উপলক্ষ্যে রংপুর পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর পুরাতন সদর হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাঃ মোঃ মেশকাতুল আবেদ, ডাঃ মোঃ ওয়াজেদ আলী প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের ডাক্তার, শিক্ষার্থী, স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রকল্প ও এনজিও প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।   ‍

  • রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত

    রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত

    রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০২৫ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬শে মার্চ) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। রংপুর জেলাপ্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

    আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ১৯৭১ সালে ৩০ লক্ষ শহিদের রক্ত ও দুই লক্ষ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এখন আমাদের দায়িত্ব স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করা—বৈষম্যহীন, জবাবদিহিমূলক, স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তোলা। বীর মুক্তিযোদ্ধাগণ নতুন প্রজন্মের জন্য আর্দশ প্রসঙ্গে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ আমাদের সাহস ও অনুপ্রেরণার উৎস। মুক্তিযোদ্ধাদের দেশপ্রেমের যে আদর্শ, তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

    সভাপতির বক্তৃতায় রংপুরের জেলাপ্রশাসক বলেন, ২৬শে মার্চ বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে বাংলার আকাশ রক্ত লাল হয়ে উঠেছিল। আর বিশ্ব মানচিত্রে যুক্ত হয়েছিল স্বাধীন বাংলাদেশ। পশ্চিম পাকিস্তানের শাসকদের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে এদেশের দেশপ্রেমিক মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে আর ছিনিয়ে এনেছিল আমাদের এই স্বাধীনতা। এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

    অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আফজাল, বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর মোহাম্মদ মিয়া মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা প্রদান করেন রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, পুলিশ সুপার মোঃ আবু সাইম প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযুদ্ধকালীন শহিদ পরিবারের সদস্যবর্গ, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত

    রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত

    রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬শে মার্চ) সকালে রংপুর স্টেডিয়ামে ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। রংপুর জেলাপ্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

    কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম এবং মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় আমাদের এই স্বাধীনতা। বীর মুক্তিযোদ্ধাগণ যে স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছিলেন, স্বাধীনতার ৫৪ বছর পরে এসে আমরা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি তা অনুধাবন করতে হবে। স্বাধীন দেশে দুর্নীতিকে না বলার সংকল্প নিয়ে আমরা ন্যায়বিচার ও সমতারভিত্তিতে একটি সুন্দর, উন্নত বাংলাদেশ গড়ে তুলব। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

    কুচকাওয়াজে অংশগগ্রহণ করে রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রংপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

    কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী ও পুলিশ সুপার মোঃ আবু সাইম প্রমুখ।