দৈনিক নীলফামারী বার্তা

Category: সৈয়দপুর

  • সৈয়দপুরে স্বেচ্ছাসেবকদল নেতার বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার

    সৈয়দপুরে স্বেচ্ছাসেবকদল নেতার বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার

    নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবকদলের নেতা আরিফ শাহ রনির বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পূর্ব হাজীপাড়ায় এ ঘটনা ঘটেছে। আরিফ শাহ রনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নং ওয়ার্ড তেজগাও কমিটির সদস্য।

    আরিফ শাহ রনি জানান, তিনি ঈদে বাড়িতে এসেছেন। আজই তার ঢাকা যাওয়ার কথা। এমতাবস্থায় আজ সকালে বাড়ি সামনে টিনের বেড়ার ভেতরের বাঁশের খুটির সাথে ঝুলানো অবস্থায় আমার মা একটি পলিথিন ব্যাগ দেখতে পান। তিনি আমাকে ডেকে ব্যাগটি দেখালে তাতে দেখা যায় ৫টি পেপসি কোলার কাচের বোতলের মাথায় কাপড়ের সলতে দেয়া।

    এমন পরিস্থিতিতে আমরা তাৎক্ষণিক আশপাশের লোকজনকে ডেকে দেখাই। এরপর ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে গেছে। ্এ ঘটনায় আমি আশঙ্কা করছি যে, আমাকে ফাঁসানোর জন্য কেউ ষড়যন্ত্র করেছে। ধারণা করছি স্থানীয় আওয়ামীলীগের দোসররা এমন কান্ড ঘটিয়ে থাকতে পারে। এব্যাপারে আমি তদন্ত পূর্বক দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

    রণির মা আফরোজা বেগম বলেন, সকালে বাড়ির গেট খুলতেই টিনের বেড়ার খুটির সাথে ওই ব্যাগটি দেখতে পাই। যা কোথা থেকে এসেছে বা কে রেখে গেছে তা আমি জানিনা। সেজন্যই আমার ছেলেকে ডেকে ব্যাগটি দেখাই। সে দেখে বুঝতে পারে এগুলো পেট্রোল বোমা। যা পরে লোকজনকে এবং পুলিশকে জানানো হয়। পুলিশ এসে ওই বোমাগুলো উদ্ধার করে নিয়ে গেছে।

    বোতলাগাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম কিবরিয়া বলেন, রনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নং ওয়ার্ড কমিটির সদস্য। সে ঈদে বাড়ি এসেছে। আওয়ামীলীগের লোকজন যারা বিগত ১৫ বছর আগুন সন্ত্রাসসহ নানা অপকর্ম করেছে। তারাই রনি বা বিএনপিকে বিতর্কিত করার জন্যই এই ঘটনা ঘটিয়েছে। যাতে সৈয়দপুরের পরিস্থিতি অস্থিতিশীল করে ফ্যাসিস্টরা ফায়দা নিতে পারে।

    সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    বোতলাগাড়ী ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর ফাতেমা বেগমের স্বামী আনোয়ার হোসেন বলেন, রনির বাড়ি লোকজনের চিৎকার চেচামেচি শুনে আমরা দ্রæত তাদের বাড়িতে গিয়ে দেখতে পাই একটি লাল-সাদা পলিথিনের ব্যাগে ৫টি বোতল রাখা। এগুলো পেট্রোল বোমা হতে পারে সন্দেহে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ তা উদ্ধার করে নিয়ে গেছে। তবে এগুলো কে বা কারা এখানে রেখেছে তা জানা যায়নি।

    পেট্রোল বোমা উদ্ধার হওয়ায় এ ঘটনায় সোস্যাল মিডিয়াসহ সমাজের সর্বস্তরে চলছে ব্যাপক তোলপার। ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি উঠেছে জোড়ালোভাবে।

  • সৈয়দপুরে আগুনে পুড়ে তিন পরিবারের ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই

    সৈয়দপুরে আগুনে পুড়ে তিন পরিবারের ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই

    অগ্নিকাণ্ডের ঘটনায় নীলফামারীর সৈয়দপুরে ৩  পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১ টার দিকে সৈয়দপুর শহরের নিয়ামতপুর সরকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। পরিবারের দাবি ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

    এলাকাবাসী জানায়, দলিল লেখক আব্দুল হামিদ সরকারের তিনতলা ভবনের পিছনে ওই টিনসেট বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  আগুনে ৪ টি টিনসেট আধাপাকা ঘরসহ নগদ অর্থ, স্বর্ণালংকার,  আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী, ধান- আলু ছাই হয়েছে। এখানে ২ টি পরিবার ভাড়া থাকে।

    আব্দুল হামিদ সরকার বলেন, ভাড়াটিয়া কালাম (৩৫) ট্রাক চালক হওয়ায় প্রায় দিন বাইরে থাকে। মাঝে মধ্যে এসে এই  বাসায় অবস্থান করেন।

    তাদের ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। গভীর রাত হওয়ায় এবং বাসায় কেউ না থাকায়  বৈদ্যুতিক তার আর টিনের চালের কাঠের ফ্রেম বেয়ে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। দীর্ঘ সময় পর পাশের ভাড়াটিয়াসহ আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। পরে খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস দল পৌনে ২ টায় ঘটনাস্থলে আসলে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভানো সম্ভব হয়। কিন্তু ততক্ষণে বাড়িটি সম্পূর্ণরুপে পুড়ে যায়।

    এতে আমার বাড়ির পাকা দেয়াল ছাড়া সব ভস্ম হয়ে প্রায় ১০ লাখ টাকার অবকাঠামোগত ক্ষতি হয়েছে। ভাড়াটিয়াদের সব কিছু শেষ। ট্রাক চালক কালামের আলমারিতে রক্ষিত ১ লাখ ৮০ হাজার নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, টিভি-ফ্রিজ, কাপড়সহ সবগুলো ছাই হয়ে গেছে।

    অপর দুই রুমের ভাড়াটিয়া আকাশ (২৫) তার সদ্য বিবাহিত স্ত্রী, মা, বড় ভাই ও ভাতিজাসহ বাস করে। ভাড়া বাসায় থেকে অন্যের দোকানে চাকরি করে কোন রকমে সংসার চলে তাদের। নিজস্ব কোন সহায়-সম্পদ নেই। আগুনে তাদেরও সব সম্বল পুড়ে শেষ। এখন সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে গেছে অসহায় পরিবারটি।

    সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৪ টি সেমিপাকা টিনসেট ঘর পুড়ে গেছে।

  • সৈয়দপুরে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

    সৈয়দপুরে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

    নীলফামারীর সৈয়দপুরে ১লা বৈশাখ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১২ ঘটিকায় সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন সৈয়দপুর।

    বাঙ্গালীর প্রাণের উৎসব ১লা বৈশাখকে ঘিরে বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীন ঐতিহ্যবাহি হাডুডু খেলা ও তিন দিন ব্যাপি গ্রামীন শিল্পমেলা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও সৈয়দপুর প্রেসক্লাবের পক্ষ থেকে চিত্রাংকন প্রতিযোগিতাসহ সরকারি নির্দেশনা মোতাবেত বিভিন্ন অনুষ্ঠান করার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমির হাফেজ আব্দুল মোনতাকিম, ১১৪ বছর বয়সী সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক এ্যাড. ওবায়দুর রহমান, সহ-সধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক এম. ওমর ফারুক, জাসাস সৈয়দপুর জেলা শাখার সভাপতি শাহ্ হামিদুর রহমান, নিরাপদ সড়ক চাই সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারুকি প্রমুখ।

    অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, কলেজ, স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ১লা বৈশাখ পালনে আয়োজনে থাকবেন সৈয়দপুর উপজেরা প্রশাসন ও সার্বিক সহযোগিতায় ১১৪ বছর বয়সী সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ।

  • সৈয়দপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

    সৈয়দপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

    নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়েছে। (৮এপ্রিল) মঙ্গলবার সকাল ১১ টায় সৈয়দপুর উপজেলা চত্বরে থেকে এ দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শহিদ স্মরনী থেকে আবার একই স্থানে শেষ হয়। র‌্যালিতে উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক স্কাউটার শিক্ষার্থীসহ অনেকেই অংশগ্রহণ করেন। পরে র‌্যালি শেষে উপজেলা চত্বরে স্কাউটস ওন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় বাংলাদেশ স্কাউটস, সৈয়দপুর উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই-আলম সিদ্দিকী, সভাপতিত্বে বক্তব্য রাখেন ওই সংগঠনের সম্পাদক অধ্যক্ষ মোঃ রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ উমর ফারুক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলো বিভিন্ন ইউনিট লিডারসহ কাব ও স্কাউট দল।

  • সৈয়দপুর ছাত্রদলের বিক্ষোভ গাজায় গণহত্যার প্রতিবাদে

    সৈয়দপুর ছাত্রদলের বিক্ষোভ গাজায় গণহত্যার প্রতিবাদে

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুর জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

    মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে শহীদ ডা: জিকরুল হক রোডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়। ফিলিস্তিন পতাকা হাতে নিয়ে মিছিলটি শহরের বিভিন্ন সডক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শেষ হয়। মিছিলে ছাত্রদলের উপজেলা ও শহরের বিভিন্ন শাখার নেতাকর্মী অংশ নেয়।

    এতে নেতৃত্ব দেন সৈয়দপুর জেলা বিএনপির , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ এরশাদ হোসেন পাপ্পু ,সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিকুল ইসলাম বাবু , এম নাইম সরকার, সাবেক ভাবপ্রাপ্ত সাধারণ সম্পাদক, , হোসেন মোহাম্মদ আরমান, সভাপতি, সৈয়দপুর জেলা ছাত্রদল। মোঃ দিনার সরকার সাধারণ সম্পাদক জেলা কৃষক দল ও মোঃ মমিনুল ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক সৈয়দপুর জেলা ছাত্রদল।

    মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক পথসভায় বক্তরা বলেন, গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদে ও নিন্দা জানান।