দৈনিক নীলফামারী বার্তা

Category: ডিমলা

  • বিএনপি নেতা তুহিনের নির্দেশে তিস্তার ভাঙ্গা বালুর বাধ পরিদর্শনে ডিমলা উপজেলা বিএনপি

    বিএনপি নেতা তুহিনের নির্দেশে তিস্তার ভাঙ্গা বালুর বাধ পরিদর্শনে ডিমলা উপজেলা বিএনপি

    বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগিনা নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) এর সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্দেশে তিস্তা ভাঙ্গা বালুর বাধ পরিদর্শন করেছে ডিমলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার উপজেলার তিস্তা নদীর চড়খড়িবাড়ী এলাকায় বাধ পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির নেতাকর্মীরা। ভাঙ্গা বালুর বাধ সংস্কার অভাবে কি সমস্যা হতে পারে সে বিষয়ে স্থানীয়দের কথা শুনেন তারা।

    এসময় ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, টেপাখড়ীবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন, টেপাখরী বাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন আলী বসুনিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    স্থানীয়রা জানান, “২০১৬ সালে স্বেচ্ছায় শ্রম দিয়ে ৩ কিলোমিটার দৈর্ঘ্যরে বালুর বাধ নির্মাণ করেন স্থানীয়রা। বাধের ফলে ২০ হাজার পরিবার ও হাজার হাজার একর ফসলের জমি বন্যার পানি থেকে রক্ষা পায়। কিন্তু বিগত কয়েক বছরের তিস্তার বন্যায় এই বাধের ব্যাপক ক্ষতি হয়। যার কারণে আসন্ন বর্ষা মৌসুমে কৃষকদের ফসলী জমি ও স্থানীয়দের বসত বাড়ী বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।”

    স্থানীয় বাসিন্দা মো. নুর ইসলাম বলেন,“৩ কিলোমিটার বাধের প্রায় ২ কিলোমিটার বাধ ভেঙ্গে গেছে। এটা সংস্কার অতি জরুরি। কিন্তু স্বেচ্ছায় আবারও আমাদের পক্ষে এই বাধ তৈরি করা সম্ভব হচ্ছে না। তাই আমরা বিষয়টি আমাদের নেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইকে মুঠোফোনে জানালে তিনি আজকে নেতাকর্মীদের পাঠায় এই বাধ পরিদর্শনে।”

    শাহ আলম ইসলাম নামে আরেক ব্যক্তি বলেন,“তুহিন ভাই সব সময় তিস্তা পাড়ের  মানুষের খোজ খবর রাখেন। তারই প্রমান আজকে আবারও পেলাম। বিএনপির নেতাদের পাঠিয়েছেন আমাদের খোজ খবর নিতে। আশা করি তিনি নিরাপদে দেশে ফিরে আবারও পুরোদমে তিস্তা পাড়ের মানুষের সেবায় নিয়োজিত হবেন।”

    এসময় ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন বলেন,“ডোমার-ডিমলার মাটি ও মানুষের নেতা প্রকৌশলী দেশের বাইরে থাকলেও  সব সময় তিনি আপনাদের খোজ রাখেন। আপনাদের দুঃখ দুর্দশা, সমস্যার সমাধান করার চেষ্টা করেন তিনি। আপনারা তুহিন ভাইকে এই বালুর বাধের কথা বলেছেন সেটি দেখতে আজকে আমাদের তিনি পাঠিয়েছেন। আশা করছি তিনি দ্রুত উচ্চ মহলের সাথে কথা বলে এই বাধ সংস্কারের চেষ্টা করবেন।

    তিনি আরও বলেন,“আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমানের সঙ্গে কথা বলে আপনাদের সকল দুঃখ দুর্দশার স্থায়ী সমাধানের ব্যবস্থা করবেন তিনি।”

  • অবশেষে ডিমলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বদলি

    অবশেষে ডিমলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বদলি

    জেলার ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ) রুহুল মোছাদ্দেককে অবশেষে বদলি করা হয়েছে। তিনি রাজশাহীর দূর্গাপুরে একই পদে যোগ দেবেন।

    মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক (সংস্থাপন) মোঃ মনিরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে যথাযথ কর্তৃপক্ষের আনুমোদনক্রমে প্রশাসনিক কারনে এই বদলির আদেশ জারি করা হয়। দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক।

    উল্লেখ যে, বেশ কিছুদিন ধরে ডিমলা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উক্ত কর্মকর্তার ব্যাপক অনিয়ম দূর্নীতির প্রমান সামনে এনে তার বিচার ও অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করেছিল সংশ্লিষ্ট দপ্তরে। এঘটনায় সংশ্লিষ্ট দপ্তর এই জন্য একটি তদন্ত টিম গঠন করে সাত কর্মদিবসে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছিল। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর উক্ত বদলির মঙ্গলবার বিকালে জারি করা হয় বলে জানা যায়।

    উল্লেখ যে, এ ঘটনায় গত ১৯ মার্চ দৈনিক নীলফামারী বার্তার অনলাইনে “ডিমলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত টিম গঠন” ও গত ১৯ মার্চ পত্রিকায় “ডিমলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত টিম গঠন” শিরোনামে বিস্তারিত সংবাদ প্রকাশ করা হয়েছিল।

    অবশেষে বদলি বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার মুখপাত্র রাশেদুজ্জামান রাশেদ জানান, তাকে বদলি করা হয়েছে জানতে পেরেছি। কিন্তু ওই কর্মকর্তার অনিয়ম ও দূর্নীতির বিভাগীয় মামলা দায়ের করা হয়নি। এমনকি তাকে চাকরি থেকে বাদ না করে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও চাকরি থেকে বাদ দেয়ার আমরা এখন ওই দাবি জানাই।

  • ডিমলায় ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

    ডিমলায় ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

    নীলফামারীর ডিমলায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনতা।
    সোমবার (৭ এপ্রিল) সন্ধায় ডিমলা উপজেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিমলা বিজয় চত্ত¡রে মিলিত হয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ করা হয়।

    এ সময় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিক্ষোভে অংশগ্রহন করে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তারা বলেন, আমরা দেখছি সারা বিশ্বে মুসলিমরা আজ বিভিন্নভাবে নির্যাতিত। সারা বিশ্বের মুসলিমদের একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।

    মুসলিম দেশগুলোকে জাগাতে হবে। এখন ফিলিস্তিনের মুসলিমদের ওপর হামলা হত্যা চলছে, কিছুদিন পর দেখবেন আমাদের ওপর হামলা হবে। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ থেকে ইসরায়েলি গণহত্যার আনুষ্ঠানিক প্রতিবাদ করতে হবে। এবং প্রয়োজনে বাংলাদেশ থেকেই ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষনা করে মুসলিমদের উপড় নিপিড়ন নির্যাতন ধ্বংসাত্বক হত্যাকান্ডের প্রতিবাদে আমরা যুদ্ধে নামতে প্রস্তুত রয়েছি।

  • অবশেষে র‌্যাবের জালে ধরা পড়লো ডিমলার পলাতক ধর্ষক লেবু

    অবশেষে র‌্যাবের জালে ধরা পড়লো ডিমলার পলাতক ধর্ষক লেবু

    আত্মগোপনে থাকার পর ঈদে বাড়িতে এসে অবশেষে র‌্যাবের জালে ধরা পড়েছে নীলফামারীর ডিমলা এলাকার চাঞ্চল্যকর অপহরনপূর্বক ধর্ষক মামলার পলাতক প্রধান আসামী লেবু রহমান(৪০)।

    শনিবার(৫ এপ্রিল) রাতে গোপন সংবাদ পেয়ে র‌্যাব ১৩- সিপিসি-২ নীলফামারী ক্যা¤েপর সদস্যরা জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম বাজারে অভিযান চালিয়ে লেবুকে গ্রেপ্তার করে তাকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়। লেবু ডিমলা উপজেলার সাতজান গ্রামের নবাব উদ্দিনের ছেলে।

    রবিবার (৬ এপ্রিল) দুপুরে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার মামলার পর পরেই আমরা ছায়া তদন্ত করতে শুরু করি। ধর্ষক বিভিন্ন সময় স্থান পরিবর্তন করছিল। ঈদে সে শুক্রবার(৪ এপ্রিল) বাড়িতে আসে। পরের দিন শনিবার(৫ এপ্রিল) রাতে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। নির্ভরযোগ্য সূত্রে গোপন সংবাদে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    মামলার সুত্র মতে, গত ২৭ মার্চ রাতে মেয়েটি পিকনিক শেষে নিজ বাড়ি ফিরছিল। এ সময় রাস্তায় লেবু রহমান ডিমলা থানাধীন তুহিন বাজার হতে কাঁকড়া বাজারগামী পাকা রাস্তার উপর থেকে মেয়েটিকে জোড়পূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে রাতব্যাপী একাধিকবার ধর্ষন করে ভোরে দিকে ছেড়ে দেয়। মেয়েটি বাড়িতে এসে পরিবারকে জানালে মেয়েটির বাবা বাদী হয়ে ডিমলা থানায় মামলা দায়ের করেন।

    ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফজলে এলাহী জানান, আসামীকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডিমলায় পূর্ব ছাতনাই ইউনিয়নের বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

    বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডিমলায় পূর্ব ছাতনাই ইউনিয়নের বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

    পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারীর ডিমলার পূর্ব ছাতনাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) পূর্ব ছাতনাই ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা।

    বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান বক্তৃতা দেন। এতে সভাপতিত্ব করেন পূর্ব ছাতনাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।

    এসময় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রমজানের তাৎপর্য এবং দেশের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা জনগণের অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে।

    ইফতার মাহফিলে ডিমলা উপজেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ তবিবুজ্জামান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনিরসহ দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসলি¬রা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।