দৈনিক নীলফামারী বার্তা

Category: দিনাজপুর

  • চিরিরবন্দরে আওয়ামীলীগের ২ নেতা আটক

    চিরিরবন্দরে আওয়ামীলীগের ২ নেতা আটক

    দিনাজপুরের চিরিরবন্দরে আওয়ামীলীগের ২ জন নেতাকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ।

    ২২ মার্চ শনিবার রাত ১১টার সময়  তাদের কে আটক করা হয়। 

    থানা সুত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট অনিমেষ রায়কে তাদের নিজ নিজ বাড়ি হতে রাজনৈতিক মামলায় আটক করা হয়। 

    থানার ওসি (তদন্ত)মো: আহসান হাবিব তথ্য নিশ্চিত করে বলেন গতকাল শনিবার রাতে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে  আজ রবিবার সকালে তাদেরকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

  • দিনাজপুরে ৩দিনব্যাপি অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সম্পন্ন

    দিনাজপুরে ৩দিনব্যাপি অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সম্পন্ন

    দিনাজপুরে ৩দিনব্যাপি অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত ২১ মার্চ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর সার্কিট হাউজ মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইন্সটিটিউট (পিআইবি)’র আয়োজনে ১৯ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ৩দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  

    প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।  পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পিআইবি’র প্রশিক্ষক ও কোর্স সমন্বয়কারী শাহ আলম সৈকত, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের (রেজি. নং ২৯৩৬) সভাপতি জি এম হিরু, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন প্রমূখ বক্তব্য রাখেন। প্রশিক্ষণে জেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

  • চিরিরবন্দরে সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনাসভা ও ইফতার

    চিরিরবন্দরে সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনাসভা ও ইফতার

    সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। আপনাদের মাধ্যমেই আমরা জানতে পারি দেশের তথা সারাবিশ্বের কোথায় কি ঘটনা ঘটছে। জাতির নিকট আপনারা সকল ঘটনা তুলে ধরেন। এটা সাহসিকতার কাজ। আপনাদের এ সাহসীকতাপূর্ণ কাজের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা আপনাদের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এ উপজেলাকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে চাই।

    গত ২১ মার্চ শুক্রবার বিকালে উপজেলার দারুল ফালাহ আলিম মাদরাসা অডিটোরিয়ামে প্রিন্ট মিডিয়া ও অনলাইন সাংবাদিকদের নিয়ে আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাবেক 

    চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাবউদ্দিন মোল্লা উপরোক্ত কথাগুলো বলেন।

    এসময় তিনি আরও বলেন, আমরা ১৯৭৩ সাল থেকে বিভিন্ন সময় ও বিভিন্ন দলকে ক্ষমতায় দেখেছি। তারা কেউ জনগণের অধিকার প্রতিষ্ঠা করেনি। গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার সরকার দেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। সাধারণ মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। ফলে তারা জনগণ ও সংবাদকর্মীদের হক প্রতিষ্ঠা করতে পারেনি। আমি মনে করি, বিগত সরকারের দলগুলোর মধ্যে গণতন্ত্র ও নিরপেক্ষতা ছিল না। ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আমরা জনগণের হক প্রতিষ্ঠা করবো। পাশাপাশি সাংবাদিকদের নিরপেক্ষ ও অবাধে কাজ করার সুযোগ প্রদান করবো। তবে হলুদ সাংবাদিকতাকে আমরা বরদাস্ত করবো না। 

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখার আমির প্রভাষক মো. রাশেদুল হক, সাধারণ সম্পাদক মো. আব্দুল মমিন বিএসসি, সাংবাদিক আফছার আলী খান, রমজান আলীসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়া ই অনলাইন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • চিরিরবন্দরে বাংলাদেশ ইসলামী আন্দোলনের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল 

    চিরিরবন্দরে বাংলাদেশ ইসলামী আন্দোলনের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল 

    দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ ইসলামী আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে ১৮ মার্চ মঙ্গলবার বিকালে ‌ চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ চিরিরবন্দর উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. নবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাও. আনোয়ার হুসাইন নদভী, বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর  জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুফতি মোহাম্মদ খাইরুজ্জামান এবং অন্যান্যের মধ্যে চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা, অধ্যক্ষ মো. আব্দুস সালাম নুরী প্রমুখ বক্তব্য রাখেন। 

    এসময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসেই পবিত্র কোরআন শরীফ নাযিল হয়েছিল। তারা আরও বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার ‌দেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। সাধারণ মানুষকে তাদের  ‌ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল। এ সময় ইসলামিক দলগুলো মাঠে ছিল। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হওয়ার পর থেকে দেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে। আমাদের এখন আর কোনো ভেদাভেদের সময় নেই।

    আমরা এখন প্রতিটি ইসলামীদল এক সাথে কাজ করব। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে গেলেও ‌তাদের দোসররা এখনো সক্রিয় ‌রয়েছে এবং তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ৷ সমস্ত ইসলামী দলগুলো যদি একত্রিত হয় তাহলে, আগামীর সরকার হবে ইসলামী শাসন ব্যবস্থার সরকার। সমাজ থেকে সমস্ত অন্যায়-অবিচার দূর করে বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে হলে একমাত্র ইসলামী শাসন ব্যবস্থাকেই কার্যকর করতে হবে। তাই আমাদের সবাইকে এক কাতারে এসে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে কাজ করতে হবে।

    অনুষ্ঠানটির পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ   চিরিরবন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাও. মিজানুর রহমান।

  • খানসামায় বিএনপির দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি,অফিস ভাঙচুরের অভিযোগ- প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

    খানসামায় বিএনপির দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি,অফিস ভাঙচুরের অভিযোগ- প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

    দিনাজপুর জেলার খানসামা উপজেলায় বিএনপির দুইটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষনায় পুরো উপজেলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করেছে। এমনকি বড় ধরণের সংঘর্ষের সম্বাবনা এড়াতে পরিস্থিতি স্বাভাবিক করতে বৈঠকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উপজেলা প্রশাসন ও পুলিশ।

    রবিবার(১৬ মার্চ) বেলা ১০ টায় উপজেলার পাকেরহাট শাপলা চত্ত্বরের সামনে মানববন্ধন করেছে দিনাজপুর-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব:) মোস্তাফিজুর রহমান চৌধুরী। তার কিছুক্ষণ পর একই স্থানে দিনাজপুর-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার পক্ষে মানববন্ধন করেছেন তার সমর্থনরা। ফলে পাকেরহাট বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এদিকে আখতারুজ্জামান মিয়ার সমাবেশ চলাকালে কয়েকজন কর্মী তাদের ফেসবুক লাইভে পার্টি অফিস ভাংচুর চিত্র তুলে ধরেন। তবে সেই ভিডিও চিত্রে কে বা কাহারা হামলা করেছেন, তা দেখা যায়নি।

    জানা যায়, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে ইউনিয়ন বিএনপি’র আয়োজনে দুইপক্ষের নেতাকর্মীরা ইফতার ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে গত শুক্রবার(১৪ মার্চ) মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব:) মোস্তাফিজুর রহমান চৌধুরীর নেতাকর্মীরা চিরিরবন্দর উপজেলার ৬,৯, ও ১০ নম্বর ইউনিয়নে বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে কেন্দ্র করে হামলা ঘটনা ঘটে। এ ঘটনায় কর্নেল সমর্থকদের চারজন কর্মী আহত হন। সেই ঘটনার প্রতিবাদে আহতদের পরিবার বর্গ ও এলাকাবাসী মানববন্ধনের ডাক দেন।  

    অন্য দিকে, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার নেতাকর্মীরা খানসামা উপজেলা বিএনপির দাবী সুসংগঠিত রাজনীতিতে দ্বিধা বিভক্ত করার ষড়যন্ত্র ও আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের পুনঃর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ডাকেন। দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে আতংক ছড়িয়েছে পড়ে উপজেলা জুড়ে।

    এ ব্যাপারে জানতে চাইলে অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজের একজন সমর্থক জানান, গত ১৪ মার্চ চিরিরবন্দরে বিএনপির ব্যানারে কারেঙ্গাতলী নামক স্থানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় প্রতিপক্ষের হামলার ফলে ইফতার মাহফিল স্থগিত হয়। এই ঘটনার প্রতিবাদে খানসামার উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে মানববন্ধনের ঘোষণা দেয়া হয়।

    খানসামা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক সাঈদ আহমেদ সেলিম বুলবুল জানান, রমজান মাসে হঠাৎ করে জনৈক মোস্তাফিজুর রহমান চৌধুরী নামে একজন ব্যাক্তি উপজেলা বিএনপির কাউকে কোন কিছু না জানিয়ে সুসংগঠিত বিএনপিকে দ্বিধাবিভক্ত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপির সদস্য না হয়েও মনোনয়ন প্রত্যাশি হয়ে বিভিন্ন ইউনিয়নে ইফতার মাহফিল শুরু করেন। এরই প্রতিবাদে উপজেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক বিক্ষোভ কর্মসূচি ঘোষনা করা হয়। বিএনপির নেতাকর্মীরা আসার পূর্বেই জনৈক মোস্তাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে বিপক্ষের লোকজন উপজেলা বিএনপির দলীয় অফিসে ব্যাপক ভাংচুর চালায়। এ ঘটনায় বিক্ষোভের পাশাপাশি প্রতিবাদ সমাবেশও করা হয়।

    উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী জানান, বিএনপিকে বিভক্তকরণের ষড়যন্ত্রের প্রতিবাদেই তাদের বিক্ষোভ কর্মসূচি ডাকা হয়েছে।

    এবিষয়ে দিনাজপুর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম তুহিন কথা হলে তিনি বলেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী আওয়ামীলীগের সুবিধাভোগী একজন লোক। তিনি উপজেলায় ফ্যাসিবাদের বিএনপির নাম করে পুনঃর্বাসন করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চলছে। খানসামা বিএনপির এক বিন্দু রক্ত থাকতে এই কাজ খানসামার মাটিতে আমরা কখনো করতে দিব না। আপনি দুইদিন আগে আমাকে ফোন দিয়ে বলে আপনি কি তুহিন সাহেব আমি বলি হুম আমি তুহিন। যে বিএনপির তুহিনকে চেনে না, বিএনপির আমিনুল হক বিএসসিকে চিনো না, যে মোহাম্মদ আলী সরকার ইউনিয়নের সভাপতিকে চেনেনা সে চিনে না, বিএনপির নেতাকর্মীদেরকে সে কি পরিচয় দিতে চায়! সে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের সাথে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের বিএনপিকে রক্ষা করতে হবে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান সরকার বলেন, দুপুরের দিকে উপজেলা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। এমনকি ব্যবসায়ীরা ফোন দিয়ে জানান পরিস্থিতি স্বাভাবিক না করা হলে এলাকায় বড় ধরণের সংঘর্ষের ঘটনা ও ব্যবসায়ীদের দোকান ভাঙচুর ও লুট হতে পারে। তাই দ্রুত দুই পক্ষের সাথে বৈঠকের মাধ্যমে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি জানান, পাশাপাশি দুইপক্ষকেই সংঘাত এড়িয়ে চলার পরামর্শ প্রদান করা হয়েছে।

    থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজমুল হক জানান, উপজেলা পরিষদে বৈঠকের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তবে অফিস ভাংচুরের বিষয়টি আমার জানা নেই। অফিস ভাংচুরের অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।