দৈনিক নীলফামারী বার্তা

Category: ক্রিকেট

  • চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন রোহিত-কোহলিরা

    চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন রোহিত-কোহলিরা

    ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। রোববার (৯ মার্চ) ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছে রোহিত শর্মার দল।

    ট্রফি জিতে বড় অংকের প্রাইজমানি পাচ্ছে ভারত। ক্রিকেটভক্তদের মধ্যে টাকার অংক জানার আগ্রহও আছে প্রবল।

    এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মোট ৬৯ লাখ ইউএস ডলার, বাংলাদেশি মুদ্রায় ৮৩ কোটি ৮০ লাখ টাকার প্রাইজমানি ঘোষণা করেছিল আইসিসি। টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগেই তা জানিয়ে দেয় বিশ্বক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

    আইসিসি জানায়, এবারের আসরে প্রত্যেক দলই কিছু না কিছু অর্থ পাবে। অর্থাৎ কেউ খালি হাতে ফিরবে না।

    টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য এরইমধ্যে প্রতিটি দলকেই ১ লাখ ২৫ হাজার ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকা) করে দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জেতার জন্য ৩৪ হাজার ডলার (বাংলাদেশি ৪১ লাখ ২৮ হাজার টাকা) করে দেওয়া হয়েছে।

    চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারণ করা হয়েছে ২২ লাখ ৪০ হাজার ডলার। চ্যাম্পিয়ন দল হিসেবে ভারতের পকেটে এ অর্থ ডুকেছে রোববার। পাশাপাশি রোহিত শর্মার দল গ্রুপের সবগুলো ম্যাচ (৩টি) জেতার কারণে বাড়তি অর্থও পাবে। সব মিলিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলের প্রাপ্য প্রাইজমানি হবে ২৪ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৯ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার টাকা।

    রানার্সআপ দল হিসেবে নিউজিল্যান্ড পেয়েছে ১১ লাখ ২০ হাজার ডলার। এছাড়া গ্রুপ পর্বে দুটি ম্যাচ জেতায় কিউইদের মোট প্রাইজমানি দাঁড়িয়েছে মোট ১৩ লাখ ১০ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকা)।

  • ওয়ানডে থেকে অবসর ঘোষণা মুশফিকের

    ওয়ানডে থেকে অবসর ঘোষণা মুশফিকের

    আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরম্যান্স করে বাংলাদেশ দলের বিদায়ের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের বিষয়ে। তারা অবসর নেবেন কি না, তা নিয়ে চলে জোর আলোচনা-সমালোচনা।

    অবশেষে আজ রাত ১১টার পর ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে দেয়া এক পোস্টে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটে মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত মুশফিকুর রহিম।

    অবসরের ঘোষণা দিয়ে ইংরেজি ভাষায় ফেসবুকে দেওয়া পোস্টে মুশফিক লিখেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি ওডিআই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। যদিও বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন খুবই সীমিত ছিল, একটা বিষয় নিশ্চিত; যখনই আমি দেশের জন্য মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সাথে নিজের শতভাগের বেশি দেয়ার চেষ্টা করেছি।’

    ‘গত কয়েকটি সপ্তাহ ছিল আমার জন্য খুবই চ্যালেঞ্জিং এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি। আল্লাহ কুরআনে ইরশাদ করেন: ‘ওয়া তুইজ্জু মান তাশা’ ওয়া তু’যিল্লু মান তাশা’- অর্থ্যাৎ তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন (৩:২৬)। সর্বশক্তিমান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সবাইকে সঠিক ইমান দান করুন।’

    ‘সর্বশেষ আমি আমার পরিবার, বন্ধু এবং ভক্তদের গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলতে পেরেছি। জাযাকাল্লাহ খাইরান।

    ২০০৬ সালের ৬ আগস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় মুশফিকুর রহিমের। এরপর গত ১৯ বছরে ২৭৪টি ওয়ানডে খেলেছেন মুশফিক। ৩৬.৪২ গড়ে এবং ৭৯.৭০ স্ট্রাইক রেটে রান করেছেন ৭৭৭৯৫টি। সেঞ্চুরি করেছেন ৯টি এবং হাফ সেঞ্চুরি রয়েছে ৪৯টি। উইকেটের পেছনে ওয়ানডেতে গ্লাভস হাতে ক্যাচ ধরেছেন ২৪৩টি এবং স্ট্যাম্পিং করেছেন ৫৬টি।

  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রস্তুতির ঘাটতির মাশুল দিচ্ছে বাংলাদেশ

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রস্তুতির ঘাটতির মাশুল দিচ্ছে বাংলাদেশ

    টুর্নামেন্ট শুরুর আগে যে শঙ্কা করা হয়েছিল, সেটিই সত্য হলো। যখন অন্য শীর্ষস্থানীয় দলগুলো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে, তখন বাংলাদেশ ব্যস্ত ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে।

    বিপিএল শেষ হওয়ার পর নাজমুল হোসেন শান্তর দল মাত্র এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ওই এক সপ্তাহের প্রস্তুতিই কি যথেষ্ট চ্যাম্পিয়ন্স ট্রফির মতো সেরা আট দলের লড়াইয়ে?

    আজ বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। তার আগেই ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে টাইগারদের।

    শেষ ম্যাচের আগে নিজেদের প্রস্তুতির ঘাটতির বিষয়টি স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দল পুরোপুরি প্রস্তুত ছিল না।

    পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের আগে সালাউদ্দিন বলেন, ‘হতে পারে আমাদের প্রস্তুতি যথাযথ ছিল না, এবং আমি বিশ্বাস করি সেটিই প্রধান কারণ। তবে আমি কোনো অজুহাত দিতে চাই না। আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত মানিয়ে নিতে হয়। এটি টেস্ট, টি-টোয়েন্টি বা ওয়ানডে যে ফরম্যাটই হোক না কেন, সঠিকভাবে রূপান্তর হওয়াটা গুরুত্বপূর্ণ। এখানেই আমরা পিছিয়ে গেছি। ফরম্যাটের মধ্যে মানসিকভাবে খাপ খাওয়ানো অত্যন্ত জরুরি, এবং যদি আমরা সেটি রপ্ত করতে পারি, তাহলে এই স্তরে আরও ভালো পারফর্ম করবো।’

    ‘বেশিরভাগ দলই এই টুর্নামেন্টের আগে একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছে। যদি আমরা পাকিস্তানে এসে একটি সিরিজ খেলতাম, তাহলে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হতো। ভারত ও ইংল্যান্ডের মতো দলগুলো ৫০ ওভারের ম্যাচের যথাযথ প্রস্তুতি নিয়েছে।’

    ‘আমরা বিপিএল শেষ করার দুই দিন পরই এখানে চলে এসেছি, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই। প্রস্তুতিই আসল চাবিকাঠি, এবং এটি শুধু খেলোয়াড়দের দায়িত্ব নয়, বরং আমাদের ম্যানেজমেন্টেরও। ক্রিকেট বোর্ডেরও এটি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত’-সালাউদ্দিনের কণ্ঠে হতাশা।

    বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি এখন কার্যত আনুষ্ঠানিকতা মাত্র, তবে সালাহউদ্দিন দলের ইতিবাচকভাবে শেষ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং আশাবাদী যে, বাংলাদেশ স্বাগতিকদের কঠিন চ্যালেঞ্জ জানাতে পারবে।

    টাইগারদের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘আমাদের হয়তো এখন আর বেশি কিছু পাওয়ার নেই এই টুর্নামেন্ট থেকে, তবে যেহেতু আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি, তাই খেলোয়াড়দের উন্নতি দেখানো জরুরি এবং আগের ভুলগুলো পুনরাবৃত্তি এড়ানো দরকার। এখনও অনেক জায়গায় উন্নতির প্রয়োজন, এবং আমাদের দ্রুত সেগুলো ঠিক করতে হবে।’

    রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় আছে। তবে সালাউদ্দিন সেসব ইতিহাস নিয়ে পড়ে থাকতে রাজি নন। তার কথা, পাকিস্তানকে হারাতে হলে ভালো পারফর্ম করতে হবে।

    সালাউদ্দিন বলেন, ‘আমি ইতিহাসে বিশ্বাস করি না। আমরা আগের দুটি ম্যাচ ভালো খেলতে পারিনি। অতীতে আমরা ভালো করেছি, তবে সেটি এখন আর প্রাসঙ্গিক নয়। যদি আমরা পাকিস্তানকে হারাতে চাই, তাহলে আমাদের ভালো পারফর্ম করতেই হবে। আমাদের ব্যাটিং ধারাবাহিক নয়। একদিন টপ অর্ডার ভালো খেলে, পরের দিন মিডল অর্ডার ভেঙে পড়ে। আমাদের এটি সমাধান করতে হবে। তবে আমাদের বোলাররা দারুণ পারফর্ম করেছে, এবং আমি আশা করি আমরা একটি শক্তিশালী পারফরম্যান্স দেখাতে পারবো।’

    এদিকে বাংলাদেশ তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচের আগে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি। সেটা আরেক দুশ্চিন্তার কারণ!

  • পাকিস্তানের আশা বেঁচে আছে বাংলাদেশের ম্যাচে

    পাকিস্তানের আশা বেঁচে আছে বাংলাদেশের ম্যাচে

    গ্রুপ ‘এ’-তে চার দলের সব সমীকরণই নির্ভর করছে সোমবার বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচের উপর। এই ম্যাচে বাংলাদেশ জিতলে চার দলের জন্যই সেমিফাইনালের লড়াই থাকবে উন্মুক্ত। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারাতে পারলে ২৭ তারিখ দেখা যাবে আরেক বড় ম্যাচ। আর কিউইরা জিতলে সব উত্তেজনা শেষ। 

    এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলে ভারতের মতো তাদেরও পয়েন্ট হবে ৪। শেষ ম্যাচে বাংলাদেশ জিতলেও তাদের পয়েন্ট হবে ২। সেক্ষেত্রে কোনো সুযোগই থাকছে না শান্তদের সামনে। পাকিস্তানকেও তাই আজকের ম্যাচের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশের দিকে। টাইগাররা জয় পেলেই যে সেমিফাইনালের ক্ষীণ আশা টিকে থাকছে তাদের।

    সেক্ষেত্রে পাকিস্তানের লক্ষ্য থাকবে ২৭ তারিখ বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোর। এরপর নিউজিল্যান্ডকে ভারত হারালেই তিন দলের পয়েন্ট হবে সমান ২। রানরেটের হিসেবে পাকিস্তান তখন যেতে পারে সেমিতে। 

    অন্যদিকে, বাংলাদেশ যদি শেষ দুই ম্যাচ জিতে এবং ভারতকে যদি শেষ নিউজিল্যান্ড হারায় তাহলে তৈরি হবে আরেক জটিল সমীকরণ। তখন বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড– তিন দলের পয়েন্ট হবে ৪। নিট রান রেটে এগিয়ে থাকা দুই দল যাবে সেমি-ফাইনালে। 

  • নারী প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু বুধবার

    নারী প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু বুধবার

    জাতীয় দলের ১৭ ক্রিকেটার (১৫ জনের মূল স্কোয়াডের সাথে ২জন নেটে সহায়তা করার জন্য) আছেন আরব আমিরাতের দুবাইতে। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের সাথে গ্রুপের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ।

    আর জাতীয় দলের বাইরের ২১ ক্রিকেটার দেশে অনুশীলন করছেন বেঙ্গল টাইগার্সের হয়ে। বাকি ক্রিকেটারা মাঠে নেই। তবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। এ বছর কে কোন দলে খেলবেন? সেই দল বদলের কার্যক্রম হবে ২২ ও ২৩ ফেব্রুয়ারি। ওদিকে নারী ক্রিকেটাররা প্রহর গুনছেন প্রিমিয়ার লিগ খেলার। রাতটুকু পাড় হলেই শুরু নারী ক্রিকেট লিগ।

    ১৯ ফেব্রুয়ারি বুধবার উদ্বোধনী দিনে চ্যাম্পিয়ন মোহামেডান খেলবে মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাবের সাথে। খেলাটি হবে শেরে বাংলা স্টেডিয়ামে। বিকেএসপি ১ নম্বর মাঠে আবাহনীর নারী দল খেলবে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সাথে।

    অন্যদিকে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস মাঠে হবে খেলাঘর সমাজ কল্যাণ ও গুলশান ইয়ুথ ক্লাবের মোকাবিলা। ৯ দলের আসরের প্রথম পর্বের অপর খেলাটি হবে আগামী ২০ ফেব্রুয়ারি বিকেএসপিতে। প্রতিদ্বন্দ্বীতা করবে বিকেএসপি নারী দল ও বাংলাদেশ আনসার ভিডিপি।