নীলফামারির সৈয়দপুরে রোববার (২৯ সেপ্টেম্বর) খড়খড়িয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র শাহিন আলম।বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার ব্রীজের ঘাট থেকে মরদেহ সাড়ে ৩ ঘন্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল। শাহিন আলম (১৬) সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের তেলিপাড়ার আবু তালেবের ছেলে। সে পোড়ারহাট সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার ছাত্র। এলাকাবাসী জানায়, ব্রীজের ঘাটে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ওই ঘটনা ঘটে।