চিরিরবন্দরে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবিতে মানববন্ধন শেষে র্যালী পুর্বক স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদের প্রবেশমূখে রাস্তায় শিক্ষার বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পুর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, অধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সালাম নূরী, প্রধান শিক্ষক মাহতাবউদ্দিন সরকার, শিক্ষক আবুল কালাম আজাদসহ প্রমূখ বক্তারা দাবির যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন। ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে শিক্ষকগণ র্যালি করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন ও র্যালিতে ৩ শতাধিক শিক্ষক অংশগ্রহন করেন।