নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কতৃক এক দফা দাবির ভিত্তিতে নাসিং, মিডওয়াইফারী কাউন্সিল থেকে সকল প্রশাসন ক্যাডার সার্ভিস কর্মকর্তাদের অপসারন করে নার্স ও মিডওয়াইফারীদের পদায়নের লক্ষে নাসিং ও মিডওয়াইফারী শিক্ষার্থীগন গত ৯ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নীলফামারী নাসিং ও মিডওয়াইফারী কলেজর সমানের সড়কে অবস্থান ও বিক্ষোভ সমাবেস করা হয়। এতে নার্স, মিডয়াইফারী ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
হাসপাতালের সকল সেবা ঠিক রেখে পুনঃনির্ধারিত কর্মসূচি মোতাবেক নীলফামারীতে নাসিং ও মিডওয়াইফারী অধিদপ্তর এবং বাংলাদেশ নাসিং ও মিডওয়াইফারী কাউন্সিলে অবস্থান ও সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেজ ও সকল নাসিং ও মিডওয়াইফারী শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃস্ফুতভাবে Stay For one Point Demand’ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালক পদগুলো কেবল নার্সদের জন্য সংরক্ষিত। অথচ ওই পদগুলোতে আমলারা বসে খবরদারী করছে। তাদের দাবি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে অভিজ্ঞ ও দক্ষ নার্সদের পদায়ন করা হউক।’
নাসিং ইন্সস্ট্রাকটর (সংযুক্তি) বাদশা আলমগীর বলেন, ‘২০১৬ সালে অধিদপ্তর হওয়া সত্তেও ৯ বছরে নার্সরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের অধিকার দ্রুত ফিরিয়ে দেওয়ার আহব্বান জানাই। তাই তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্ঠার ড. মোহাম্মদ ইউনুসের কাছে আমাদের অনুরোধ দাবিটি মেনে নিয়ে নার্সদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হউক।’
নীলফামারী নাসিং ও মিডওয়াইফারি কলেজের ইন্সষ্ট্রাকটর ইনচার্জ রাবেয়া খাতুন জানান, সারাদেশের ন্যায় জেলার ছয় উপজেলায় সর্বস্তরের নার্সরা এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে। আমরা চাই নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে ওই পদগুলোতে দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন,নীলফামারী জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইাজার আনোয়ারা খাতুন, সিনিয়র ষ্ট্যাফ নার্স সারমিন আকতার, জেলা পাবলিক হেলথের সহকারী নার্স নার্গিস বেগম, সিনিয়র নার্স ফাহিমা পারভিন, সুমাইয়া খানম, বিলকিস বানু, আব্দুর রাজ্জাক, বিধান রায় শুভ ও শিক্ষার্থী মুন্না ইসলাম প্রমুখ।’
ঈশান আর্ক এশিয়া স্পোটর্স খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে
স্থপতি নটরডেমিয়ান ও বিকেএসপির প্রশিক্ষণ প্রাপ্ত ক্রিকেটার মো: শাহরীন আলম শাহ্ ঈশান আর্ক এশিয়া স্পোটর্স শ্রীলঙ্কা-২০২৫ (ভারত,পাকিস্থান,বাংলাদেশ,শ্রীলঙ্কা) খেলতে আগামী ১৭ জানুয়ারি শ্রীলঙ্কার যাচ্ছে। ইনষ্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) ক্রিকেট স্কোয়াডে…