অ্যাডভোকেট রানাদাশ গুপ্তসহ বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের নামে গায়েবি মামলা প্রত্যাহার ও সারাদেশে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতা সমূহ জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও শমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়।
এসময় সংঘঠনের জেলা শাখার সভাপতি চন্দন বিশ^াসের সভাপেিত্ব এবং সাধারণ সম্পাদক তাপস সিংহের পরিচালনায় সমাবেশে বক্তৃতা দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা রাম রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক মৃনাল কান্তি রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার রায় প্রমুখ।
বক্তারা সমপ্রতি সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, অ্যাডভোকেট রানাদাশ গুপ্তসহ বিভিন্ন জেলায় সংখ্যালঘু নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতা সমূহ জাতিসংঘের অধীনে তদন্তের দাবি জানান।
ঈশান আর্ক এশিয়া স্পোটর্স খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে
স্থপতি নটরডেমিয়ান ও বিকেএসপির প্রশিক্ষণ প্রাপ্ত ক্রিকেটার মো: শাহরীন আলম শাহ্ ঈশান আর্ক এশিয়া স্পোটর্স শ্রীলঙ্কা-২০২৫ (ভারত,পাকিস্থান,বাংলাদেশ,শ্রীলঙ্কা) খেলতে আগামী ১৭ জানুয়ারি শ্রীলঙ্কার যাচ্ছে। ইনষ্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) ক্রিকেট স্কোয়াডে…