নার্সিং অধিদপ্তর ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টারসহ মহাপরিচালক ও পরিচালক পদ থেকে প্রশাসন ক্যাডাদের অপসারণ করে প্রশাসনিক পদগুলোতে দক্ষ এবং যোগ্য নার্স নিয়োগের একদফা দাবিতে সারাদেশের ন্যায় নীলফামারীতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে, নাসিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহন করেন জেলা শহরের নাসিং কলেজ, জেনালের হাসপাতাল ও পাবলিক হেলথের নার্সরা।
নার্সদের অভিযোগ, নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালক পদগুলো কেবল নার্সদের জন্য। কিন্তু কোন এক অদৃশ্য শক্তির কারণে ওই পদগুলোতে আমলারা বসে আছেন। তাদের দাবি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং কাউন্সিল থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে অভিজ্ঞ ও দক্ষ নার্সদের পদায়ন করতে হবে।
নীলফামারী নাসিং ও মিডওয়াইফারি কলেজের ইন্সষ্ট্রাকটর ইনচার্জ রাবেয়া খাতুন জানান, জেলার ছয় উপজেলায় সর্বস্তরের নার্সরা এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে হাসপাতাল, নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কর্মসূচি পালন করে আসছি। আমরা চাই নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে প্রশাসন ক্যাডার সার্ভিস কর্মকর্তাদের অপসারণ করে সেই পদগুলোতে দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করতে হবে।
নাসিং ইন্সস্ট্রাকটর (সংযুক্তি) বাদশা আলমগীর বলেন, এই আন্দোলন চলতে থাকলে দেশের স্বাস্থ্যসেবা ক্ষতির মুখে পড়বে। নার্স ছাড়া কখনো চিকিৎসাসেবা চলতে পারে না। তাই তত্বাবধায়ক সরকারের কাছে আমাদের অনুরোধ দাবিটি মেনে নিয়ে নার্সদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হউক।’
নীলফামারী জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার আনোয়ারা খাতুন ও আন্দোলনকারী নার্সরা জানান, ‘আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও গত ১২ সেপ্টেম্বর আবারো একজন (নন-নাসর্) প্রশাসন কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়, যা নার্সদের তিরস্কার করা হয়েছে।’ এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র নার্স ফাহিমা পারভিন, সুমাইয়া খানম, বিলকিস বানু, আব্দুর রাজ্জাকসহ অনেকেই।’
ঈশান আর্ক এশিয়া স্পোটর্স খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে
স্থপতি নটরডেমিয়ান ও বিকেএসপির প্রশিক্ষণ প্রাপ্ত ক্রিকেটার মো: শাহরীন আলম শাহ্ ঈশান আর্ক এশিয়া স্পোটর্স শ্রীলঙ্কা-২০২৫ (ভারত,পাকিস্থান,বাংলাদেশ,শ্রীলঙ্কা) খেলতে আগামী ১৭ জানুয়ারি শ্রীলঙ্কার যাচ্ছে। ইনষ্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) ক্রিকেট স্কোয়াডে…