নীলফামারীর সৈয়দপুর শহওে অভিযানে আইসক্রিম ফ্যাক্টরী বন্ধ ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ ১২ (সেক্টেম্বর) বৃহস্পতিবা দুপুরে শহরের বাঁশবাড়ী মহল্লার আতিফা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর নীলফামারী। জানাযায়, অভিযান পরিচালনা করে ফ্যাক্টরিতে বন্ধ, আইসক্রিম তৈরির নকল ও ভেজাল উপকরণ জব্দ এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই ফ্যাক্টরি মালিক মেরাজ আহমেদ ওই এলাকার বাসিন্দা।
অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) শামসুল আলম। তাঁকে সহযোগিতা করেন সৈয়দপুর উপজেলা স্যানিটরি ইন্সপেক্টর আলতাফ হোসেন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
এডি শামসুল আলম জানান, সৈয়দপুর শহরের বাঁশবাড়ীতে ওই আইসক্রিম বৈধ কোন কাগজপত্র নেই। আমরা সরেজমিনে দেখেছি অত্যন্ত নোংরা পরিবেশে আতিফা আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিম তৈরি হচ্ছিল। এতে নকল দুধ, কাপড়ের রংসহ নিম্নমানের উপকরণ ব্যবহৃত হচ্ছিল। যা জনস্বাস্থের জন্য হুমকি স্বরূপ। আমরা ফ্যাক্টরিটি বন্ধ করে দিয়েছি। পাশাপাশি জরিমানাও আদায় করা হয়েছে।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…