দিনাজপুরের চিরিরবন্দরে আশা-প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির শিক্ষা সুপারভাইজার ও শিক্ষা সেবিকাদের
ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আশা-আমতলী ব্রাঞ্চ কার্যালয়ে আশা শিক্ষা কর্মসূচি দিনাজপুর (বিরামপুর) জেলা ২দিনব্যাপি এ ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। আজ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলীবাজারে এ ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা-আমবাড়ী জোনের রিজিওনাল ম্যানেজার (আরএম) মো. জুলফিকার আলী।
এসময় অনুষ্ঠানে আশা-আমতলী ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মোছা. মুক্তারা বেগম, শিক্ষা সুপারভাইজার মো. সুমন আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
আশা শিক্ষা অফিসার মো. মতিউর রহমানের সার্বিক দিক নির্দেশনায় কর্মশালায় বিভিন্ন এলাকার ১৫ জন শিক্ষা সেবিকা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. নূর বক্ত।
কর্মশালায় প্রাথমিক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী ঝরেপড়া রোধ করা, নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে দেয়া পাঠ আয়ত্ব করতে সহায়তা করা, প্রাথমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে সহায়তা প্রদান করা এবং প্রাক প্রাথমিক পরিচর্যার মাধ্যমে প্রাথমিক স্তরে ভর্তির জন্য নতুন শিক্ষার্থীদের প্রস্তুত করা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।