শনিবার , ৭ সেপ্টেম্বর ২০২৪ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

তারেক ও শাহরিন ইসলামের নামে মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৭, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ণ

নীলফামারীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে নীলফামারী জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক দল।
জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের পৌর মার্কেটস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান বাবু, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম প্রমুখ।
নুর আলমের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক জামিয়ার রহমানের সঞ্চালনায় বক্তারা অবিলম্বে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবী জানান।

সর্বশেষ - রংপুর বিভাগ